মহিলা আইপিএলে দল কিনতে চলেছেন প্রাক্তন অধিনায়ক মিতালী রাজ, দিলেন বড় আপডেট

মহিলা ক্রিকেট উন্নতির জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (Indian Cricket Board)। কয়েক সপ্তাহ আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে ভারতীয় পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা সমপরিমাণ বেতন পাবেন। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে পুরুষদের পাশাপাশি এবার থেকে শুরু হবে মহিলা আই পি এল (Women’s IPL)। আগামী বছর পুরুষ আইপিএল হওয়ার আগেই মহিলা আইপিএল অনুষ্ঠিত হয়ে বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

মহিলা আইপিএলে খুবই উচ্ছ্বসিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ (Mitali Raj)। তিনি জানিয়েছেন এটা বিসিসিআই এর ঐতিহাসিক সিদ্ধান্ত। এতে মহিলা ক্রিকেটের উন্নতি হবে। সেই সঙ্গে মহিলা আইপিএলের অংশ হতে চান বলে জানিয়েছেন মিতালি রাজ।

তিনি জানিয়েছেন মহিলা আইপিএলে তিনি একজন খেলোয়াড় কিংবা পরামর্শদাতা হিসেবে যুক্ত হতে চান। এমনকি দলের মালিকানা পাওয়ার ব্যাপারেও হালকা ইঙ্গিত দিয়ে রেখেছেন মিতালী রাজ।

এইদিন মিতালী রাজ বলেন, “মহিলা আই পি এল হবে শুনে আমি খুবই উচ্ছ্বসিত। আমি এই টুর্নামেন্টের একজন খেলোয়াড় কিংবা একজন পরামর্শদাতা এমনকি একজন মালিকানা হিসেবেও যুক্ত হতে চাই।”
সেই সময় মিতালীকে প্রশ্ন করা হয় আপনি কে মহিলা আইপিএলের দল কিনতে চলেছেন? সেই ব্যাপারে মিতালী বলেছেন, “হ্যাঁ সেটা আমার ইচ্ছা আছে। তবে এখনো কিছু ঠিক হয়নি। মহিলা আইপিএলে পাঁচটি দল রয়েছে দেখি কি করা যায়।”

এছাড়াও মিতালী রাজ বলেন, ” মহিলা ক্রিকেটের উন্নতির জন্য আই পি এল এবং আগামী বছর অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই এই ভাবে মহিলা ক্রিকেটের উন্নতি হোক এবং আরও অনেক তরুণী ক্রিকেটকে নিজের ক্যারিয়ার হিসেবে গ্রহণ করে এগিয়ে আসুক।”