ভারতীয় দলে এমএস ধোনির প্রত্যাবর্তন নিয়ে এ কি বললেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ ?

ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনি( MS Dhoni) র উপস্থিতি নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif)। তার মতে ক্রিকেট কিং বাইশ গজে ফিরলেই যে সব সমস্যার সমাধান হবে এমনটা না। ভারতীয় দলে থাকার দরুন তিনি অনেক বড় বড় টুর্নামেন্টই জিতেছেন এ কথা অস্বীকার করার নয়। তবে এখন তাঁকে দলে ফেরালেই যে আবার সেই ম্যাজিক ঘটবে এমনটাও মানা যায়না।

আরো পড়ুনঃ “একা রোহিতের সমালোচনা করা অন্যায়!”, ডব্লুটিসি ম্যাচ নিয়ে রোহিত শর্মার বিরুদ্ধে তীব্র নিন্দার জবাব দিলেন হরভজন সিং

অবশ্য মহম্মদ কাইফ (Mohammad Kaif) র মতে ধোনির স্থান নিতে পারেন এমন একজন জনপ্রিয় ক্রিকেটারও আছেন। তিনি হলেন বাঙালির প্রিয় দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়।  তাঁর মতে  সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একজন ব্যাক্তিত্বের মানুষ যিনি কিনা ছোট বড় সবার সাথে সমানভাবে মিশতে পারতেন। এমনকি খেলার সময়ও তিনি সুন্দরভাবে গাইড করতেন।

Mohammad Kaif match

অবশ্য ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের যুক্তি মানতে নারাজ অনেক ক্রিকেট ভক্তই। তাদের মতে ধোনি এমন একজন মানুষ যার বিকল্প হয়না। প্রসঙ্গত, কিছুদিন আগে ধোনিকে নিয়ে এরকমই একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাস্কার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনিকে সত্যিকারের ক্যাপ্টেন কুল হিসেবে মানতে অস্বীকারও করেন তিনি।

আরো পড়ুনঃ তবে কি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ডেভিড ওয়ার্নার? স্ত্রীর ইন্সটা পোস্ট ঘিরে ক্রমেই বাড়ছে জল্পনা

গাভাস্কারের মতে মাহি নন, কপিল দেবই  ভারতীয় ক্রিকেটের সত্যিকারের ক্যাপ্টেন কুল। গাভাস্কার বলেন, “কপিল দেব ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিন দিক দিয়েই অসাধারণ পারফরম্যান্স করতেন। এমনকি তিনি খেলার সময় ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।  এতো খেলার প্রেশার থাকা সত্বেও তিনি কখনো হাসতে ভোলেন নি। মুখ গোমরা করে থাকেন নি,  সবসময় তার মুখে একটা চওড়া হাসি লেগেই থাকতো। তাই  তিনিই আসল ক্যাপ্টেন কুল।”