ভারত তথা বিশ্বের সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar)। সচিন টেন্ডুলকার কে ক্রিকেটের ভগবান বলা হয়। ক্রিকেটের পাশাপাশি সচিন তেন্ডুলকার মানুষ হিসেবেও ভালো। ভারতে এমন কোন মানুষ নেই যিনি সচিন টেন্ডুলকারকে পছন্দ করেন না। এবার বিতর্কের কেন্দ্র বিন্দুতে সেই সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar)।
সচিন তেন্ডুলকারের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাচ্চু কাদু। জানা গিয়েছে একটি বিজ্ঞাপন দেওয়ার জন্য শচীনের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে চলেছে মহারাষ্ট্রের প্রাক্তন এই মন্ত্রী।
সম্প্রতি সচিন একটি অনলাইন গেমিং সংস্থার বিজ্ঞাপন দিয়েছেন। আর সেই বিজ্ঞাপন নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত।
এই প্রসঙ্গে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাচ্চু কাদু বলেন, ‘‘ভারতরত্ন পাওয়া এক জনের বিজ্ঞাপন নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক থাকা উচিত। সচিন একটা অনলাইন গেমের বিজ্ঞাপন করেন। এই ধরনের গেম যুব সমাজের ক্ষতি করছে। এখনও পর্যন্ত সচিন জানাননি যে তিনি কেন এই বিজ্ঞাপন করেছেন। তাই আমরা আইনজীবী মারফত ৩০ অগস্ট ওঁকে নোটিস পাঠাব।’’
এছাড়াও তিনি বলেন, ” শচীন একজন ভারতরত্ন পাওয়া ব্যক্তি। ওর ভক্ত ছড়িয়ে রয়েছে সারা পৃথিবী জুড়ে। শচীনের এমন বিজ্ঞাপনের জন্য দেশের যুব সমাজ অনুপ্রাণিত হয়ে নিজেদের ক্ষতি করতে পারে। সেই কারণেই শচীনকে বিজ্ঞাপনের কারণ জানতে চাওয়া হয়েছিল কিন্তু তিনি কোন জবাব দেননি। তাই বাধ্য হয়ে ওঁকে আইনি নোটিশ পাঠাতে হবে।”