ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নেমেছে ভারত (India)। এই টেস্ট ম্যাচে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০ তম টেস্ট ম্যাচে খেলতে নেমেছে ভারতের প্রাপ্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করে বেশ কিছু রেকর্ড করলেন বিরাট কোহলি (Virat Kohli)।
In 📸📸@imVkohli celebrates his 29th Test ton 🫡#WIvIND pic.twitter.com/H0DdmUrBm0
— BCCI (@BCCI) July 21, 2023
৫০০ তম টেস্টে শতরান:- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ছিল বিরাটের আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০ তম ক্রিকেট ম্যাচ। আর এই ম্যাচে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটই বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি নিজের আন্তর্জাতিক ৫০০ তম ম্যাচে সেঞ্চুরি করলেন।
আরও পড়ুন:- আয়ারল্যান্ড সফরে বাদ হার্দিক-শুভমান, বিশেষ কারণে এমন পদক্ষেপ নিল নির্বাচকরা
ভাঙলেন সচিনের রেকর্ড:- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে কিংবদন্তী শচীন টেন্ডুলকারকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শচীন টেন্ডুলকার মাত্র একটি সেঞ্চুরি করেছেন। এদিন এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গে দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বেশি সেঞ্চুরি করেছেন সুনীল গাভাস্কার। সাতটি সেঞ্চুরি রয়েছে তার নামে।
আরও পড়ুন:- ‘ও কি বলল তাতে কিচ্ছু যায় আসে না’, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সৌরভকে ঠুকলেন ওয়াকার ইউনিস
ব্র্যাডম্যানের রেকর্ড স্পর্শ:- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে টেস্ট কেরিয়ারের ২৯ তম সেঞ্চুরি করে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সেই সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়া কিংবদন্তী ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানকে।
A magnificent CENTURY by @imVkohli in his landmark game for #TeamIndia 👏👏
This is his 29th 💯 in Test cricket and 76th overall 🫡#WIvIND pic.twitter.com/tFP8QQ0QHH
— BCCI (@BCCI) July 21, 2023
আন্তর্জাতিক ক্রিকেটে রান:- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে রানের নিরিখে দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে টপকে ৫ নম্বরে উঠে এলেন ভারতের বিরাট কোহলি। বিরাটের রান ৫০০ ম্যাচে ২৫,৫৮২।