বিশ্বকাপের স্বপ্ন পূরণ করে এবার হোটেল খুলছেন মেসি, জানুন অত্যাধুনিক প্রযুক্তিতে হোটেলের একাধিক বিশেষত্ব!

বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করে এবার ব্যবসায় নামছেন লিওনেল মেসি (Lionel messi’s hotel business)। ২০২৩ এর ফেব্রুয়ারিতে সাধারণ মানুষের জন্যই মেসি খুলে দিচ্ছেন নিজস্ব হোটেল। এই হোটেল হয়ে উঠতে পারে বিশ্বের অন্যতম সেরা। মেসির এই অত্যাধুনিক হোটেলটি তৈরি হচ্ছে তার ইচ্ছা মতোই।

Messi hotel

কাতারে বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ হয়েছে মেসির। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের শিরোপায় হাত রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক। এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। মেসি এবার ব্যবসায় মেতেছেন। আগামী দিনেও আরও হোটেল খোলার ইচ্ছা রয়েছে মেসির।

মেসির প্রথম হোটেলটি তৈরি হয়েছে অ্যান্ডোরায়। তাঁর হোটেলের ম্যানেজার জেমা রাভাসি বলেছেন, “প্রথম হোটেল হিসাবে এই দেশটাকে বেছে নেওয়ার কারণ এখানকার বেশিরভাগ মানুষই ক্রীড়াপ্রেমী। এছাড়া এখানে এই মানের কোনও হোটেল নেই। অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে এই হোটেলে। হোটেলে বাড়ির মতো স্বচ্ছন্দে থাকতে পারবে অতিথিরা।”

আমরা আপনাকে বলি, লিওনেল মেসি (Lionel messi) সম্পর্কিত আরও পাঁচটি হোটেল রয়েছে। যেগুলির সবকটি স্পেনে (messi hotel in Spain)। সেগুলি অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ ভাবে পরিচালনা করা হয়। তবে নির্মিত হতে যাওয়া হোটেলটি মেসির সম্পূর্ণ নিজস্ব। যদিও অ্যান্ডোরার হোটেলটি নতুন করে তৈরি না করে অন্য একটি পুরোনো হোটেল কিনে মেসির মনের মত সাজানো হচ্ছে। এই হোটেলের বিশেষত্ব, অতিথিরা আলাদা ভাবে সব পরিষেবা পারবেন। রাঁধুনি থেকে শুরু করে জিম, সুইমিং পুল, বাগান সমস্ত রকম সুবিধা পাবে অতিথিরা। দেখাশুনার জন্য থাকবে পরিষেবা কর্মী।

এই হোটেলটিতে থাকবে মোট ৩৪টি রুম।প্রতিটি রুম ২৫ বর্গ মিটারের। থাকবে মেসি স্যুট। এই স্যুটে মেসির সম্পর্কে আপনি অনেক কিছু তথ্য জানতে পারবেন। এই স্যুটের নিজস্ব রেস্তরাঁ রয়েছে। রেস্তরাঁর দায়িত্বে থাকছেন এক জন খ্যাতমানী রাঁধুনি। অবশ্য মেসির স্যুটগুলোর ভাড়া এখনও ঘোষণা করেনি। হোটেল চালু হওয়ার সাথে সাথে জানা যাবে। এদিকে স্পেনের পাঁচটি হোটেলের ভাড়া অবশ্য চড়াও। মেসির এই হোটেলগুলিতে এক রাতের ভাড়া প্রায় ৩৫ হাজার টাকা।