ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং বর্তমান ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) মধ্যে সম্পর্ক যে মোটেও ভালো নেই সেটা কারুরই অজানা নেই। ভারতের এই দুই ক্রিকেটারের মধ্যে সম্পর্কের তিক্ততা সকলেরই জানা রয়েছে। এই সম্পর্কের তিক্ততা সকলের সামনে চলে এসেছিল এবার আইপিএলে ব্যাঙ্গালুরু বনাম লখনউ ম্যাচে। সেই ম্যাচে মাঠের মধ্যে তীব্র ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন বিরাট ও গম্ভীর।
Virat Kohli has just released the trailer, Movie will be blockbuster
Take it easy Viratians, He will comeback stronger 💪🏻 pic.twitter.com/PMI6dSMyzb
— Sohel. (@SohelVkf) September 2, 2023
বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীরের সেই ঝগড়া নিয়ে ক্রিকেটে কম বিতর্ক হয়নি। সেই বিতর্কে রেশ কাটতে না কাটতে ফের একবার বিরাট কোহলি প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বিতর্ক উস্কে ছিলেন গৌতম গম্ভীর।
শনিবার শ্রীলংকার পাল্লেকেলেতে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে মাত্র চার রান করে আউট হয়ে যান বিরাট কোহলি। তারপরই বিরাট কোহলির আউট প্রসঙ্গে তাকে কটাক্ষ করেন গৌতম গম্ভীর।
এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রোহিত শর্মা আউট হওয়ার পর ক্রিজে নামেন বিরাট কোহলি। ক্রিজে নেমেই একটি দুর্দান্ত চার মেরে ইনিংসের শুরু করেন বিরাট। কিন্তু তারপরই শাহিন শাহ আফ্রিদির অফ স্ট্যাম্পের বাইরের একটি বল খেলবেন কি খেলবেন না, তা ঠিক করে ওঠার আগেই বল বিরাটের ব্যাটের কানায় লেগে তিনি বোল্ড হয়ে যান।
Shaheen Shah Afridi Gets-
Rohit Sharma – India's Skipper
Virat Kohli – The King of Cricket
Hardik Pandya – India Vice Captain
Ravindra Jadeja – Number 1 All RounderHe owns India Top & Middle Order Batters 🥵❤️#INDvsPAK #PAKvIND #ShaheenShahAfridi pic.twitter.com/mvGHZj5iCY
— 𝗛𝗮𝘀𝘀𝗮𝗻 𝗭𝗮𝗵𝗶𝗱¹⁰ | 🇦🇪 (@Iam_hassan10) September 2, 2023
সেই সময় ধারাভাষ্যকর দেওয়ার সময় বিরাটের আউট প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন, ‘ওটা কোনও শটই ছিল না। না বলটাকে ফরোয়ার্ড খেলেছে বিরাট, না ব্যাকফুটে খেলেছে। আমি মনে করি অনেকটা গা-ছাড়া ভাবে ওই শটটা খেলেছে। সেখানে যদি আপনি নিশ্চিত নাই থাকেন যে, বলটা ফরোয়ার্ডে খেলবেন না ব্যাকফুটে খেলবেন, তাহলে যা হওয়ার তাই হয়েছে।’