‘ফালতু চিন্তাধারা’, বিশ্বকাপের দল নিয়ে রবি শাস্ত্রীর মতামতকে উড়িয়ে দিলেন গৌতম গম্ভীর

আর কয়েকদিন পরই শুরু হতে চলেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। হাতে আর দু মাসেরও কম সময় বাকি রয়েছে। তারই মধ্যে বিশ্বকাপ যুদ্ধে নামবে সমস্ত দলগুলি। এবার বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতের মাটিতে। ইতিমধ্যেই বিশ্বকাপ নিয়ে বাড়তি উন্মাদনা চোখে পড়ছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে।

Ravi Sastri

বিশ্বকাপে কেমন হবে ভারতীয় দল? কেমন প্রথম একাদশ নিয়ে বিশ্বকাপের মঞ্চে নামবে রোহিত শর্মারা? ইতিমধ্যেই এই ব্যাপারে ভারতের প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মতামত দিতে শুরু করেছেন। কয়েকদিন আগে এই বিষয়ে মতামত দিয়েছিলেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। রবি শাস্ত্রীর মতে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট জিততে হলে দলে অন্তত তিনজন বাঁহাতি ব্যাটসম্যানের প্রয়োজন।

এবার রবি শাস্ত্রীর এই দাবি উড়িয়ে দিলেন ভারতের প্রাক্তন বাঁহাতি তারকা ব্যাটসম্যান গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর এর মতে বাঁহাতি ব্যাটসম্যান কিংবা ডান হাতি ব্যাটসম্যান আলাদা কোন ব্যাপার নেই। পারফরম্যান্স কার কেমন সেটাই তার কাছে বেশি মূল্যবান।

এশিয়া কাপে ভারতীয় দলে নেওয়া হয়েছে তরুণ বাঁহাতি ব্যাটসম্যান তিলক বর্মাকে। এই প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন, “তিলক যদি এশিয়া কাপের মঞ্চে ভালো পারফরম্যান্স করে এবং ও ফিট থাকে তাহলে ওকে বিশ্বকাপের দলে নেওয়া উচিত, কোনভাবেই ওকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া যাবে না। ভারতীয় দলে সুযোগ পেতে গেলে বাঁহাতি কিংবা ডানহাতি দেখার প্রয়োজন পড়ে না। ক্রিকেটারের পারফরমেন্স এবং ফিটনেসই দলে ঢোকার একমাত্র মাপকাঠি।”

Gautam Gambhir

এছাড়াও গম্ভীর বলেন, “চোট সারিয়ে দলে ফিরেছেন কে এল রাহুল, শ্রেয়স আইআর। বিশ্বকাপের দলে থাকতে হলে ওদেরকে এশিয়া কাপে ভালো পারফরমেন্স করতে হবে। ওরা যদি ভালো পারফরম্যান্স করতে না পারে ওদের জায়গায় অন্য ক্রিকেটার দলে ঢুকবে।”