হাতে আর এক মাসেরও কম সময়, তার মধ্যে ভারত (India) সফরে আসছে অস্ট্রেলিয়া (Australia)। ভারত সফরে এসে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে অস্ট্রেলিয়া। আর এই টেস্ট সিরিজকে ঘিরে এখন থেকেই নিজেদের তৈরি করতে শুরু করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অপরদিকে ভারতও তৈরি শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল ভালো করেই জানে ঘরের মাঠে ভারত (India) কতটা শক্তিশালী। আর ভারতের পিচে যে স্পিনাররা বাড়তি সাহায্য পায় সেটাও জানে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কমিন্স। আর সেই কারণে ভারত (India) সফরের আগে থেকেই তারা মহড়া শুরু করে দিল।
ভারত সফর এখনো বেশ কয়েকদিন বাকি। তবে তার আগেই রোহিত শর্মা বিরাট কোহলিদের হুশিয়ারি দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কমিন্স। তিনি জানিয়েছেন একজন, দুজন নয়, ভারতের মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই তাদের পাঁচজন স্পিনার তৈরি রয়েছে।
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে প্যাট কমিন্স জানিয়েছেন, ” ভারতের বিরুদ্ধে আমরা বড় সিরিজ খেলতে চলেছি। জানি এই ধরনের সিরিজে চাপ থাকে। তাই আমরা সমস্ত ধরনের বিকল্প খোলা রাখতে চাই। ভারতের পিচ বরাবর স্পিন সহায়ক, তাই একজন দুজন নয় পাঁচ জন স্পিনার নিয়েই আমরা খেলতে যাব ভারতে।”
এছাড়া কমিন্স জানিয়েছেন, “আমাদের কাছে নাথান লায়নের এর মত অভিজ্ঞ স্পিনার রয়েছে। যিনি বিশ্বের বিভিন্ন পিচে নিজের বলের ঘূর্ণি দেখিয়েছে। ভারতের পিচে লাথানই আমাদের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবে। এছাড়াও আমরা অ্যাশটন আগারকে দলে নিয়েছি। অপরদিকে মার্নাস লাবুশানে, ট্রেভিস হেড এবং স্টিভ স্মিথের মতো পার্ট-টাইম স্পিনাররাও রয়েছেন।”