প্রথম দিনের ম্যাচেই দেখা গেল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্যাচ, ফিলিপসের জাম্প দেখে অবাক স্টেডিয়াম

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ-2022 (T-20 World Cup 2022) এর সুপার-12 পর্ব শুরু হয়ে গিয়েছে। প্রথম দিনের ম্যাচে মুখোমুখি উপস্থিত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড (Australia Vs New Zealand)। আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে ভালো ছন্দে দেখা গেল। তার মধ্যে ম্যাচ চলাকালীন দর্শকদের নজর কেড়েছে কেউয়ি ক্রিকেটার গ্লন ফিলিপস (Glenn Phillips)। তিনি ম্যাচ চলাকালীন একটি ক্যাচ আউট করলেন যেটি এবারের বিশ্বকাপের সেরা কাজ বলা যেতে পারে।

Glenn Phillips

 

অস্ট্রেলিয়ার এননিংস তখন ৯ ওভার চলছে। ব্যাট করছিলেন মার্কাস স্টোয়নিস। এই ওভারে বল করছিলেন মিচেল সান্টারা, মিচেলের দ্বিতীয় বলেও হাওয়ায় তুলে মেরেছিলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। বল পড়ার অনেকটা দূরে দাঁড়িয়ে ছিলেন ফিলিপস। কিন্তু তিনি বাঘের মতো জাম্প করে স্টোয়ানিসকে ক্যাচ আউট করলেন।

তার এই দুর্দান্ত কে আজ সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়ে গিয়েছে। ফিলিপস এতটাই দূরত্ব লাফিয়ে ক্যাচটি নেন হয়তো এটিই হয়ে উঠতে পারে এবারের বিশ্বকাপের সেরা ক্যাচ। আর সেই ক্যাচের মুহূর্ত সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হচ্ছে।

Glenn Phillips best catch

আমরা আপনাকে বলি এর আগে, জিমি নিশামও সময় একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। যেখানে তিনি টিম সাউথের বলেন মিচেল মার্শকে আউট করেন। এই ম্যাচে নিউজিল্যান্ড প্রথম ব্যাট করতে নেমে কুড়ি ওভারের বিনিময়ে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তোলেন। যা অস্ট্রেলিয়ার সামনে একটি বিরাট বড় টার্গেট।