যুব এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স! ২০২৭ বিশ্বকাপে ভারতের প্রধান অস্ত্র হবেন এই ৩ ক্রিকেটার

এই মুহূর্তে শ্রীলঙ্কার মাটিতে চলছে উদীয়মান এশিয়া কাপ (Emerging Asia Cup)। উদীয়মান এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করছে ভারতীয় এ দল (Indian Cricket Team)। গ্রুপ পর্বে তিনটি ম্যাচে জিতে নিয়েছে ভারত। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমির শাহী, দ্বিতীয় ম্যাচে নেপাল এবং শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষ হয়ে পরে রাউন্ডে চলে গিয়েছে ভারতীয় এ দল।

এই ভারতীয় দলে এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে যার আগামী দিনে ভারতের তারকা হয়ে উঠতে পারেন। তাই এখন থেকেই সেই সমস্ত ক্রিকেটারদের ঠিকমতো প্রশিক্ষণ দিতে চাইছে বিসিসিআই।
আসুন এমন তিন ক্রিকেটারের সম্বন্ধে জেনে নেওয়া যাক:-

আরও পড়ুন:- স্ত্রীকে ভুলে এই মার্কিন অভিনেত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন যুবরাজ সিং, দেখুন ছবি

১) যশ ধুল:- যশ ধুলের নেতৃত্বে ২০২২ সালে অনুর্ধ ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় তরুণ দল। যশের মধ্যে নেতৃত্ব দেওয়ার এক অসাধারণ প্রতিভা রয়েছে। আর সেই কারণে এবারের যুব এশিয়া কাপে ভারতীয় এ দলকেও নেতৃত্ব দিচ্ছেন যশ ধুল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন যশ ধুল। এমন একজন ক্রিকেটার আগামী দিনে যে তারকা হয়ে উঠবেন তা বলায় বাহুল্য।

আরও পড়ুন:- ধোনি অবসর নেওয়ার সঙ্গেই কেরিয়ার শেষ হয়েছে এই ৫ ক্রিকেটারের

২) সাই সুদর্শন:- এই মুহূর্তে ভারতীয় তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা হলেন সাই সুদর্শন। এবার আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাই সুদর্শন। আইপিএল ফাইনালে চেন্নাইয়ের বিরুদ্ধে তার ৯৭ রানের ইনিংস আজীবন মনে রাখবে আইপিএল ভক্তরা। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে ফের একবার নিজেকে প্রমাণ করেছেন সাই সুদর্শন।

৩) রাজবর্ধন হাঙ্গার্গেকর:- এবার আইপিএলে চেন্নাই সুপার কিংস এর জার্সি গায়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে তিনটি উইকেট নিয়েছিলেন রাজবর্ধন। তবে উদীয়মান এশিয়া কাপে প্রায় প্রত্যেক ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করছেন তিনি। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে একাই পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দেন তিনি।