শ্রীলঙ্কার কাছে হেরে এই ক্রিকেটারকে তুলোধনা করলেন হার্দিক, বললেন ‘ও একজন অপরাধী’

মুম্বাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গিয়েছিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তবে পুনেতে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল শ্রীলংকা।

এই ম্যাচে টসে জিতে ব্যাটিং সহায়ক পিচে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সিরিজ শুরুর আগেই পান্ডিয়া জানিয়ে দিয়েছিলেন তিনি এই সিরিজে বারবার ভারতকে পরীক্ষার মধ্যে ফেলতে চান। সেটাই করলেন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে, ব্যাটিং সহায়ক পিচেও প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন।

প্রথম ম্যাচে চোটের জন্য খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দলে ফিরে ছিলেন ভারতীয় দলের তারকা পেশার অর্শ দীপ সিং (Arshadeep Singh) কিন্তু বোলিং করতে এসে একেবারে ছন্ন ছাড়া দেখালো তাকে। মোট পাঁচটি নো বল করে অর্শ দীপ সিং। সেই বল গুলিতে ঝুড়িঝুড়ি রান তুলে নিয়েছিল শ্রীলঙ্কা আর তাই ম্যাচ হেরে অর্শদীপকে তুলোধনা করলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

এইদিন অর্শদীপ সিং প্রসঙ্গে হার্দিক পান্ডিয়া বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটের নো বল করা একটি বড় অপরাধ। ওকে এটা বুঝতে হবে। ও আগেও অনেক নো বল করেছে। দ্রুত নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ওকে এই বিষয় গুলি শুধরাতে হবে। তবেই ও একজন ভালো বোলার হতে পারবে।”

এছাড়াও হার্দিক বলেন, “দু ওভারে অর্শদীপ মোট পাঁচটা নো বল করেছে। তার মধ্যে নো বলের হ্যাটট্রিক করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে এরকম বোলিং করলে তার খেসারত দিতে হয় দলকে। এরকম এক আধটা দিন সকলেরই খারাপ যায়। আমি চাইবো ও দ্রুত নিজের ভুল শুধরে নিয়ে ভালো বোলিং করুক।”