T20 বিশ্বকাপ জিততে ধোনির পথেই হাঁটতে চলেছেন হার্দিক, অধিনায়ক হয়েই করলেন এই কাজ

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। আর তাই এখন থেকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করার লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই রোহিত শর্মার পরিবর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করেছে বিসিসিআই। আগামীকাল থেকে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ভারতের। আর সেই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডের পর দেশের মাঠেও দলের অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার হাতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে একাধিক চমক রয়েছে। এই সিরিজে ভারতের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে।

বিরাট, রোহিত, রাহুলের পরিবর্তে দেওয়া হয়েছে ঈশান কিষান, উমরান মালিক, মুকেশ কুমারের মতো তরুণ ক্রিকেটারদের। অধিনায়ক হার্দিক পান্ডিয়া এসে ভারতীয় দলের এই পরিবর্তন মনে করিয়ে দিচ্ছে মহেন্দ্র সিং ধোনির কথা।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক করা হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। আর তারপর তিনি বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে হলে একটা দ্রুত গতির দলের প্রয়োজন। সেই কারণে তিনি সেই সময় রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলীর মতো সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছিলেন। মাঠের ভেতর তরুণ ক্রিকেটারদের উপস্থিতি ধোনিতে বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল। এবার সেই একই পথে হেঁটে বিরাট, রোহিতের মতো সিনিয়র ক্রিকেটারদের পরিবর্তে উমরান মালিক, ঈশান কিষানদের মতো তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চলেছেন হার্দিক পান্ডিয়া।