ক্রিকেটের ইতিহাসে সবথেকে হাইভোল্টেজ ম্যাচ হল ভারত (India) বনাম পাকিস্তান (Pakistan) ম্যাচ। ভারত- পাকিস্তান মানেই আলাদা উত্তেজনা, আলাদা উন্মাদনা। সারা বিশ্ব তাকিয়ে থাকে এই ম্যাচের দিকে। শনিবার শ্রীলংকার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। সেই উত্তেজনার পারদ ছড়িয়ে পড়েছিল বাইশগজেও।
A pig remains a pig.!!!
A Pakistani is always a Pakistani, even if you hug him.#PAKvIND #AsiaCup2023 #IshanKishan pic.twitter.com/x2bW3iCGOk
— Gems Of KCR (@GemsOfKCR) September 2, 2023
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দল ব্যাটিং করতে নামার কয়েক ওভার পরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। পুরো মাঠ ঢেকে ফেলা হয় কভার দিয়ে। বৃষ্টি থামলে পুনরায় খেলা শুরু হয়। তবে বৃষ্টির পর ব্যাটিং করতে নেমে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। পাকিস্তানের বোলাররা দুর্দান্ত বোলিং করে চাপে ফেলে দেয় ভারতকে।
রোহিত শর্মা, বিরাট কোহলিকে হারিয়ে একটা সময় যখন চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই সময় ক্রিজে আসেন পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার খেলতে নামা ঈশান কিষান। প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে লড়াইয়ে ফেরান ঈশান কিষান।
পাকিস্তানের বোলারদের সামলে বড় রানের পার্টনারশিপ তৈরি করেন ঈশান কিষান এবং হার্দিক পান্ডিয়া জুটি। হাফসেঞ্চুরি করার পরে পায়ে কিছুটা টান ধরে ঈশান কিশানের। তাই সেই সময় সিঙ্গেল রান নেওয়ার পরিবর্তে করেন বেশ কয়েকটি বড় ছোট মারেন তিনি। তবে হ্যারিস রউফের বলে ছক্কা মারতে গিয়ে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে বসে ইশান। ৮১ বলে ৮২ রান করে আউট হন ইশান কিষাণ। তাঁর ইনিংসে তিনি হাঁকান ৯টি চার এবং ২টি ছয়।
Hardik to Haris Rauf –
Mess with me?
I'll let karma do it's job.
Mess with my friends?
I become karma. 🔥🔥🔥#HardikPandya #IshanKishan #INDvPAK #AsiaCup pic.twitter.com/u1CAXtE4o3— X (@Prisha_33) September 2, 2023
দুর্দান্ত ব্যাটিং করতে থাকা ইশান কিষানকে আউট করে মাঠের মধ্যে দুর্ব্যবহার করলেন পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারিস রউফ। ইশানকে আউট করে তাঁকে আক্রমণাত্মক ‘সেন্ড অফ’ দেন হ্যারিস রউফ। আক্রমণাত্মক ভঙ্গিমায় বারবার তাঁকে আঙুল নেড়ে কোন দিকে সাজঘর আছে তা দেখিয়ে দিয়ে সেখানে ফিরে যেতে বলেন হরিস। ইশান অবশ্য কিছু বলেনি। তবে তার পরের ওভারে হ্যারিসকে তিনটি বাউন্ডারি মেরে বদলা নেন হার্দিক পান্ডিয়া।