জোড়া গোল হরমনপ্রীতের, হকিতে পাকিস্তানকে ৪ গোলে উড়িয়ে দিল ভারত

বুধবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততে হতো পাকিস্তানকে। অপরদিকে আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ভারত (India)। এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভারত অপরদিকে ভারতের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল পাকিস্তান (Pakistan)।

বুধবার দাপটের সঙ্গে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক হরমনপ্রীত সিংহ। ৪-০ গোলে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে চলে গেল ভারতীয় হকি দল।

এবারের প্রতিযোগিতায় ভারত যেভাবে খেলছে তাতে মনে হয়েছিল এই ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলবে ভারত কিন্তু তেমনটা হয়নি শুরুতে বেশ কিছুক্ষণ রক্ষণাত্মক খেলতে দেখা যায় ভারতীয় দলকে। অপরদিকে ভারতকে চাপিয়ে রাখতে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে পাকিস্তান।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে পাকিস্তান কিন্তু টেলিভিশন আম্পায়ার পাকিস্তানের সেই গোল বাতিল করে দেয়। এদিন ভারত কিছুটা লং বল খেলছিল কারণ মাঝমাঠের দখল সেভাবে নিতে পারছিল না। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগেই পেনাল্টি কর্নার পায় ভারত। হার্দিক সিংহের ক্রস থেকে জোরালো শটে গোল করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। ১-০ এগিয়ে যায় ভারত।

২২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত। আবার গোল করেন হরমনপ্রীত। তৃতীয় কোয়ার্টারে আরও আক্রমণাত্মক খেলা শুরু করে ভারত। ভারতের আক্রমণে দিশেহারা হয়ে যায় পাকিস্তান। পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন যুগরাজ সিংহ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যখন পাকিস্তানের ক্রিকেটাররা ক্লান্ত হয়ে পড়েছিল তখন মনদীপের বাড়ানো পাস থেকে গোল করে ভারতকে ৪-০ গোলে এগিয়ে দেয় আকাশদীপ সিংহ। ম্যাচ শেষ হয় ভারত ৪-০ পাকিস্তান।