ভয়ঙ্কর গতিতে বল করে শ্রেয়স আইয়ারের ব্যাট ভাঙলেন হ্যারিস রাউফ, দেখুন ভিডিও

চোটের কারণে দীর্ঘদিন বাইশ গজের বাইরে ছিলেন ভারতীয় দলের তারকা মিডির অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চোট সারিয়ে দীর্ঘ ৬ মাস পর ভারতীয় দলে কামব্যাক করেছেন তিনি। এদিন এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন আইয়ার (Shreyas Iyer)। তবে নিজের কামব্যাক ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারলেন না শ্রেয়স।

চোট সারিয়ে দীর্ঘ ছয় মাস পর ভারতীয় দলে কামব্যাক করেছিলেন শ্রেয়স আইয়ার। অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো পুরোপুরিভাবে ফিট নন কিন্তু আইয়ারকে দেখে বোঝা যাচ্ছিল তিনি একদম ফিট ও ছন্দেও ছিলেন। এই ম্যাচে বড় রান করে নায়ক হওয়ার সুযোগ ছিল আইয়ারের কাছে কিন্তু পাকিস্তানের ফাস্ট বোলারদের বিরুদ্ধে তিনি বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। ভারত ব্যাটিং করতে নামার কয়েক ওভার পরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামার পর পুনরায় খেলা শুরু হলে পরপর রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই সময় ক্রিজে নামেন শ্রেয়স আইয়ার।

চাপের মুখে ব্যাটিং করতে নেমে দুটি চার মেরে নিজের ইনিংসের শুরু করেন দীর্ঘদিন পর দলে ফেরা শ্রেয়স আইয়ার। হ্যারিস রাউফের বলে দুরন্ত কভার ড্রাইভ মারেন আইআর কিন্তু সেই কভার ড্রাইভ মারার পরে তার ব্যাট ভেঙে যায়। রাউফের বলের গতিবেগ এতটাই বেশি ছিল যে শ্রেয়স আইয়ারের ব্যাটের কোনা ছেড়ে যায়।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। দুরন্ত কভার ড্রাইভের জন্য অনেকেই শ্রেয়সের প্রশংসা করেছেন। তবে ব্যাট পরিবর্তন করার পর আর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি আইয়ার। ৯ বলে ১৪ রান করে সেই হ্যারিস রাউফকে বলেই পাকিস্তানের বিরুদ্ধে জীবনের প্রথম ম্যাচে আউট হয়ে যান আইয়ার।