বিশ্বকাপে ভয়ঙ্কর বোলিং! আশীষ নেহরাকে পিছনে ফেলে বড় রেকর্ড করলেন অর্শদীপ সিং

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 world cup) শুরু হওয়ার আগে হটাৎই বড় ধাক্কা খেলেছিল ভারতীয় দল (Indian cricket team)। চোট পেয়ে হঠাৎই বিশ্বকাপ থেকে ছিটকে যান ভারতীয় দলের তারকা জোরে বোলার যাশস্প্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তবে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরার অভাব বুঝতে দেয় নি ভারতীয় বোলাররা। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই বল হাতে কার্যত আগুন ঝরাচ্ছেন ভারতীয় পেশাররা।

অনেকেই ভেবেছিল যাশস্প্রীত বুমরাহ ছিটকে যাওয়ায় বিশ্বকাপে হয়তো ভারতীয় বোলিং দুর্বল হয়ে পড়ল। কিন্তু না বুমরার অভাব বুঝতে দেয় নি  ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং-রা (Arshadeep singh)। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দারুন বোলিং করছে ভারতীয় পেসাররা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লেতে তাদের দুই ওপেনার কে ফিরিয়ে দেয় ভারতের অর্শদীপ সিং। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও পাওয়ার প্লেতে দুটি উইকেট তুলে নেয় ভারতীয় বোলাররা।

এবার বিশ্বকাপে ভারতীয় বোলিংয়ের অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠেছেন তরুণ বাঁহাতি জোরে বোলার পর অর্ষদীপ সিং। পাকিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লে তে পরপর দু ওভার বোলিং করে পাকিস্তানের দুই ওপেনারকে আউট করে দেন অর্ষদীপ সিং। প্ৰথমে বাবর আজম তারপর রিজওয়ান কে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন অর্শদীপ সিং। নেদারল্যান্ডের বিরুদ্ধেও দুটি উইকেট তুলে নেন তিনি।

আর এই দুর্দান্ত বোলিং করার সুবাদে একটি বিশেষ রেকর্ড করে ফেললেন অর্শদীপ সিং। বিশ্বকাপে এখনো পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পাঁচটি উইকেট নিয়ে এত কম ম্যাচ খেলে উইকেট শিকারের দিক থেকে ভারতীয়দের পেসার মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করলেন অর্শদীপ সিং।

ইতিমধ্যেই মাত্র ১৫ টি টোয়েন্টি ম্যাচ খেলে ২৪ টি উইকেট তুলে নিয়েছেন অর্শ দীপ সিং। যা এখনো পর্যন্ত ১৫ টি-টোয়েন্টি ম্যাচের পর ভারতীয়দের পেসারদের মধ্যে সর্বোচ্চ। আর এই ২৪ টি উইকেট নিয়ে অর্ষদীপ সিং পেছনে ফেলে দিলেন ভারতের প্রাক্তন জোরে বোলার আশীষ নেহেরাকে। তিনি ১৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ২৩ টি উইকেট নিয়েছিলেন। এছাড়াও জোরে বোলারদের মধ্যে এই তালিকায় এবার থেকে তৃতীয় স্থানে অবস্থান করবেন দীপক চাহার।