প্রাণে বাঁচলেও সারা শরীর ক্ষত-বিক্ষোত হয়েছে ক্রিকেটার ঋষভ পন্তের (Rishabh pant)। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর এখন অনেকটাই স্থিতিশীল পন্ত। তাঁর শরীরের দু’টি জায়গায় এমআরআই করা হয়েছে। তার রিপোর্ট আপাতত স্বাভাবিক। পন্ত ভালোই রয়েছেন, বড় কোনও বিপদের আশঙ্কা নেই বলে জানাচ্ছে হাসপাতাল।
এক ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, পন্তের ব্রেন এবং মেরুদণ্ডের এমআরআই করা হয়েছে। যেখানে রিপোর্ট স্বাভাবিক। এছাড়া তার হাত, পা, মুখ এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত প্লাস্টিক সার্জারি করা হবে। ওই সূত্রের খবর, পায়ের গোড়ালি এবং হাঁটুর এমআরআই হবে শনিবার। হাঁটু এবং গোড়ালির যে অংশে আঘাত লেগেছে, সেটি বেশ ফোলা। তাই শুক্রবার এমআরআই করা সম্ভব হয়নি। তার শরীরে প্রচন্ড ব্যাথা রয়েছে বলে জানা যাচ্ছে।
ম্যাক্স হাসপাতালের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী, “তার ডান হাঁটুর লিগামেন্ট এবং ডান গোড়ালির প্রচন্ড চোটের কারণে ‘স্প্লিনটেজ’ দেওয়া হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে পন্থের অবস্থা স্থিতিশীল। পন্তের ডান কব্জি অনেকটা ছড়ে গিয়েছে। পিঠও রীতিমতো ঘোষরা খাওয়ার কারণে অনেকটা ছাল উঠে গিয়েছে। এছাড়া কপাল ও চোখের ভ্রুর কাছে হালকা চোট পেয়েছে।”
দুর্ঘটনার পরই পন্থকে ভর্তি করানো হয় দেহরাদূনের ম্যাক্স সুপারস্পেশালিটি হসপিটালে। হাসপাতালের চিকিৎসক আশিস ইয়াগ্নিক বলেন, “প্রাথমিক চিকিৎসা করার পর তিনি বলেন চিন্তার কিছু কারণ নেই। তাকে অস্থিবিশেষজ্ঞ ও প্লাস্টিক সার্জনদের একটি দল পরীক্ষা করছেন। দেখা শেষ হলেই সব জানা যাবে বলে জানিয়েছেন তিনি।”
দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তিনি টুইট করে লেখেন, “ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় (Rishabh pant car accident) আহত হয়েছেন। তাঁর চিকিৎসা ব্যবস্থার দিকে নজর দিতে বলেছেন প্রশাসনকে। তার তার চিকিৎসায় যেন কোনোরকম ত্রুটি না থাকে। ওঁর দ্রুত আরোগ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি।” এ সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কলকাতায় ছিলেন। কলকাতা থেকেই ফোনে সব কিছু তদারকি করছেন তিনি।