‘এশিয়াডে নিজের নাম না দেখে বড় ধাক্কা পেয়েছিলাম’, বিস্ফোরক ধাওয়ান

এক সময় ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটিতে অনেক ম্যাচ জিতিয়েছেন ভারতকে। তবে বর্তমানে তিনি ভারতীয় দলে সুযোগ পান না। আইপিএলে ভালো খেললেও বয়স জনিত কারণে জন্যই তাকে আর ভারতীয় দলে ভাবছেন না জাতীয় দলের নির্বাচকরা।

Shikhar Dhawan

ওয়ানডে বিশ্বকাপের আগেই রয়েছে এশিয়ান গেমস। এশিয়ান গেমসে ভারতের প্রথম সারির কোন ক্রিকেটারকে পাঠাতে পারবে না বিসিসিআই। কারণ এশিয়ান গেমস শেষ হবার আগেই ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়ে যাবে। তাই এশিয়ান গেমসে সেই সমস্ত ক্রিকেটারদেরকেই পাঠানো হয়েছে যারা বিশ্বকাপের দলে থাকবেন না।

অনেকেই ভেবেছিল এখন ভারতীয় দলে শিখর ধাওয়ান সুযোগ না পেলেও যেহেতু এশিয়ান গেমসে ভারতের প্রথম সারির কোন ক্রিকেটারকে পাঠানো হচ্ছে না তাই সেখানে সুযোগ পাবেন শিখর ধাওয়ান। কিন্তু এশিয়ান গেমসের দলেও শিখর ধাওয়ানকে রাখেনি নির্বাচকরা।

এশিয়ান গেমসের দলে নিজের নাম না দেখে কিছুটা ধাক্কা খেয়েছিলেন শিখর ধাওয়ান। এদিন ধাওয়ান বলেন, “এশিয়ান গেমসের দলে যখন আমার নামটা দেখলাম না, তখন একটা ধাক্কা খেয়েছিলাম। আমি খুশি যে, ঋতুরাজ গায়কোয়াড় এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেবে। সব তরুণ ক্রিকেটার দলে আছে। আমি নিশ্চিত, ওরা ভাল ফল করবে।’’

Shikhar Dhawan Batting

এছাড়াও ধাওয়ান বলেন, ” প্রত্যাবর্তনের সুযোগ সবসময় থাকে। সেটা কম হোক কিংবা বেশি। আমি সবসময় নিজেকে ফিট রাখব এবং খেলার মধ্যে থাকবো কারণ এগুলি আমার হাতে আছে। তবে বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাকে সম্মান করি।”