টাকার জন্য BCCI-কে ভয় পায় আইসিসি, ফের বিস্ফোরক দাবি পাক বোর্ড কর্তার

এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে চলছে পাকিস্থান এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজে ইতিমধ্যেই ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার (Ramiz Raja) সেই বিষয়ে কোন চিন্তা নেই। তার যাবতীয় ক্ষোভ ভারতীয় ক্রিকেট বোর্ডের (Indian Cricket Board) প্রতি। ফের একবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মুখ খুললেন রামিজ রাজা (Ramiz Raja)।

এবার ভারতীয় ক্রিকেট দলের প্রতি অর্থাৎ বিসিসিআইয়ের প্রতি আইসিসির মনোভাব নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রামিজ রাজা (Ramiz Raja)। রামিজের অভিযোগ ভারত ও পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক তলানিতে ঠেকার পিছনে দায়ী আইসিসির (ICC) সমঝোতা।

রামিজ অভিযোগ করেন, ভারতীয় ক্রিকেট দল নিজের খেয়াল খুশি মতো চলে। তারা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসে না। এছাড়াও পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কারণে তারা এশিয়া কাপও খেলতে আসবে না বলেছে কিন্তু তার সত্বেও বিসিসিআই এর উপর কোন কড়া পদক্ষেপ নিতে ভয় পায় আইসিসি। কারণ আইসিসি লাভের বেশিরভাগ অংশ বিসিসিআই এর কাছ থেকেই আসে।

এইদিন রামিজ রাজা বলেন, ” আইসিসির উচিত প্রতিটা ক্রিকেট বোর্ডের প্রতি সমান মনোভাব পোষণ করা এবং দায়িত্ব নিয়ে প্রতিটা ক্রিকেট বোর্ডকে সমান গুরুত্ব দেওয়া। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আইসিসির কাছে প্রচুর পরিমাণে অর্থ আসার কারণে ভারতের ব্যাপারে আইসিসির অবস্থান একটু বেশিই সাবধানী।”

এছাড়াও রামিজ রাজা বলেন, ” আমরা ভারতের সঙ্গে খেলতে চাই। ভারত পাকিস্তান দু দলের সমর্থকরাই ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছে কিন্তু দুর্ভাগ্যের কারণ ভারতীয় দল পাকিস্তানে এসে খেলতে চাই না। আর এই ব্যাপারে আইসিসি কোন পদক্ষেপ নিচ্ছে না। যার ফলে ভারত পাকিস্তান সিরিজ বন্ধ রয়েছে। আইসিসির উচিত এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া।”