টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ (T-20 Worldcup 2022) এর উত্তেজনা প্রায় শেষ। কোন দলের শিরোপা জেতার জন্য দলে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ের কম-বেশি অবদান থেকেই থাকে। গোটা টুর্নামেন্ট জুড়ে এমন অনেক খেলোয়াড় রয়েছে যাদের পারফরম্যান্স অন্যদের থেকে আলাদা। এমন অনেক খেলোয়াড় রয়েছে যারা ২২ গজের দর্শকের পাশাপাশি ICC-র নজর কেড়েছে। ইতিমধ্যে গোটা টুর্নামেন্ট থেকে সেরা ১১ জন প্লেয়ার বেছে নিয়েছেন আইসিসি (ICC Best Player)। যার মধ্যে রয়েছে তিন ভারতীয় খেলোয়াড়। আসুন দেখে নিয়ে যাক, তালিকায় সেরা খেলোয়াড় গুলি।
ICC ওপেনারে জায়গা দিয়েছেন:-
ICC এবারের টুর্নামেন্ট থেকে ওপেনারের জন্য সেরা প্লেয়ার বেছে নিয়েছেন দুই ইংল্যান্ড তারকাকে। আলেক্স হেলস ও জস বাটলার সেরা ওপেনার। এবারের বিশ্বকাপে এই দুই ওপেনার দুর্দান্ত পারফরমেন্স করেছেন। সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আলাদা নজির গড়েছেন এই ওপেনার জুটি।
টপ অর্ডারের জন্য ব্যাটসম্যান:-
ICC এবারের টুর্নামেন্ট থেকে টপ অর্ডারের জন্য ব্যাটসম্যান বেছে নিয়েছেন বিরাট কোহলি ও সূর্য কুমার যাদব দুই ভারতীয় তারকাকে। আমরা আপনাকে বলি, কোহলি গোটা প্রতিযোগিতা জুড়ে দারুণ ছন্দে ছিলেন। তিনি ৬ ম্যাচে ৪ টি অর্ধ-শতরান করেছেন। ৬ ম্যাচে তার মোট রান ২৯৬। এদিকে সূর্য কুমার যাদবও দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তিনি ৬ ম্যাচে রান করেছেন ২৩৯।
লোয়ার অর্ডারের ব্যাটসম্যান:-
টুর্নামেন্ট থেকে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানের জন্য তিন খেলোয়াড়কে বেছে নিয়েছে ICC। যার মধ্যে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা এবং পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান।
সেরা বোলিং হিসাবে:-
প্রতিযোগিতা থেকে আইসিসি সেরা ৪ জন বোলিং বেছে নিয়েছেন। যার মধ্যে আছেন এনরিচ নর্টজে, ইংল্যান্ড দলের বোলার মার্ক উড, পাকিস্তানের আক্রমাত্মক বোলিং শাহিন শাহ আফ্রিদি এবং ভারতের তরুণ বোলার আরশদীপ সিং। এখন অবাক করার বিষয় হলো গোটা টুর্নামেন্ট জুড়ে যার পারফরমেন্স সবার নজর কেড়েছে অর্থাৎ, যে টুর্নামেন্টের ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ ও ‘ম্যান অফ দ্যা সিরিজ’ স্যাম কারেনের নাম ICC নির্বাচিত সেরা ১১ প্লেয়িং নেই।