“ওরা না এলে আমরাও ভারতে বিশ্বকাপ খেলতে যাব না”, BCCI-কে হুমকি দিলেন রামিজ রাজা

গত অক্টোবর মাসে পাকিস্তানকে নিয়ে একটি বড় মন্তব্য করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Joy Shah)। তিনি সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে আগামী বছর এশিয়া কাপ যদি পাকিস্তানে অনুষ্ঠিত হয় তাহলে সেখানে খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল। তাই এশিয়া কাপের জন্য তিনি একটি নিরপেক্ষ ভ্যেনুর দাবী করেছিলেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (Indian Cricket) সচিবের পাশাপাশি জয় শাহ এশিয়া ক্রিকেট কাউন্সিলেরও বড় পদে বসে রয়েছেন। আর তাই জয় শাহর (Joy Shah) মুখে এমন মন্তব্য একেবারেই মেনে নিতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। তারা সেই সময় জয় শাহের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন।

অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভা থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের কাছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সরাসরি জানিয়ে ছিলেন, “ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের খেলতে যাবে কি না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয় আমাদের দেশের সরকার। তবে এশিয়া কাপ খেলার জন্য ভারতীয় দল যে কোন ভাবেই পাকিস্তানে যাবে না সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিসিআই।”

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা সরাসরি জয় শাহের মন্তব্যের সমালোচনা করে বললেন, “এই ধরনের মন্তব্য কখনই একজন ক্রিকেট কর্তার কাছ থেকে আশা করা যায় না। এই ধরনের মন্তব্য এশিয়া ক্রিকেটের পাশাপাশি বিশ্ব ক্রিকেটেও প্রভাব ফেলছে।”

এছাড়াও রামিজ রাজা বলেন, “ভারত যদি আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে তাহলে আমাদের দেশ অর্থাৎ বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল 2023 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। আমাদের কে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করতে হবে আইসিসি কে। তবে ভারত যদি এশিয়া কাপ খেলতে আসে তাহলে ভারতে 2023 বিশ্বকাপ খেলতে যেতে আমাদের কোন অসুবিধা নেই।”