ইমরান হতে পারলেন না বাবর, পাকিস্তানকে হারিয়ে T20 বিশ্বকাপ জিতে নিল ইংল্যান্ড

আজ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মেগা ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল জস বাটলারের ইংল্যান্ড (England) এবং বাবর আজমের পাকিস্তান (Pakistan)। সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড ওপর দিকে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান।

https://www.instagram.com/p/Ck5lIDgOhhc/?igshid=YmMyMTA2M2Y=

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার (Jos Butler)। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল আজ ফাইনাল ম্যাচের সময় সারাদিন অস্ট্রেলিয়ার মেলবোর্নে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নিয়েছিলেন বাটলার। আর বাটলার এর সেই সিদ্ধান্ত পুরোপুরি সঠিক প্রমাণিত হল।

ব্যাটিং করতে নেমে শুরুটা ভালই করেছিল পাকিস্তানের দুই ওপেনার মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম। ইংল্যান্ডের বোলারদের সুইংয়ের কথা মাথায় রেখে শুরুটা কিছুটা স্লো করেছিল এই দুই ব্যাটসম্যান। তবে খুব বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি এই ওপেনিং জুটি। ১৪ বলে ১৫ রান করে স্যাম কুরানের বলে আউট হয়ে ফিরে যান রিজওয়ান। বাবর করেন ২৮ বলে ৩২ রান। নির্ধারিত কুড়ি ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করে পাকিস্তান। চার ওভার বল করে মাত্র বারো রান দিয়ে তিনটি উইকেট নিয়ে ম্যাচের রং বদলে দেয় ইংল্যান্ডের স্যাম কুরান।

জবাবে ব্যাটিং করতে নিয়ে শুরুতেই ফর্মে থাকা ওপেনার আলেক্স হেলসকে হারায় ইংল্যান্ড। দুর্দান্ত বোলিং করে আলেক্স হেলসকে বোল্ড করে দেয় পাকিস্তানের শাহীন আফ্রিদি। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার কয়েক ওভার পরই ফিলিপ সল্টকে হারায় ইংল্যান্ড। পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড।

https://www.instagram.com/p/Ck5lIDgOhhc/?igshid=YmMyMTA2M2Y=

 

সেই সময় ক্রীজে জাকিয়ে বসে ছিলেন ইংল্যান্ডের অধীনায়ক জস বাটলার এবং বেন স্টোকস। ১৭ বলে ২৬ রান করেন জস বাটলার। অপরদিকে ৪৯ বলে ৫২ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়ে মার ছাড়লেন বেন স্টোকস। ব্রেন স্টোকসকে সাহায্য করলেন দলের সহ অধিনায়ক মঈন আলী। ১৩ বলে ১৯ রানের ইনিংস খেললেন মঈন আলি। ৫ উইকেটে পাকিস্তান কে হারিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল ইংল্যান্ড।