ভারত-পাকিস্তানের পাশাপাশি বিশ্বকাপে আরও কিছু ম্যাচের দিনক্ষণ বদলাতে চলেছে

আগামী ৫ই অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। ২০১১ সালের পর ফের ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। স্বাভাবিক ভাবেই এবারের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে উন্মাদনা অনেক বেশি।

Jay Shah

৫ই অক্টোবর গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ শুরু হচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। ভারত ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। বিশ্বকাপের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ অর্থাৎ ভারত- পাকিস্তান ম্যাচ রয়েছে ১৫ই অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে।

আরও পড়ুন:- রাতারাতি খুলে গেল এই ৪ অবসরপ্রাপ্ত খেলোয়াড়ের ভাগ্য, বড় সুযোগ দিল BCCI

কয়েকদিন আগে বিশ্বকাপের সম্পূর্ণ সূচি ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারত- পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু এবার সেই ম্যাচের দিনক্ষণ পরিবর্তন হতে চলেছে। ১৫ অক্টোবর নবরাত্রি উৎসব রয়েছে। সেই কারণেই ওই দিন ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা মুশকিল হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই অন্য কোনও দিন ওই ম্যাচ হতে পারে।

আরও পড়ুন:- ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতীয় দল বাছলেন শচীন তেন্ডুলকার, দেখুন সম্পূর্ণ দল

এবার ভারত পাকিস্তান ম্যাচের পাশাপাশি আরো কয়েকটি ম্যাচের দিনক্ষণ পাল্টাতে পারে বলে জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। শাহ জানিয়েছেন, তিনটি দেশের ক্রিকেট বোর্ডের সূচি নিয়ে আপত্তি আছে। সে কথা তারা জানিয়েছে। সেই তিনটি দেশের ম্যাচের দিন বদলাতে পারে। তবে কোন তিনটি দেশ সূচি বদলের আবেদন জানিয়েছে, তা জানাননি বোর্ড সচিব।

India vs Pakistan

যদি বিশ্বকাপের ম্যাচের দিনক্ষণ পরিবর্তন হয় তাহলে সব থেকে বেশি সমস্যায় পড়বেন খেলা দেখতে আসা দর্শকরা। কারণ ইতিমধ্যেই খেলা দেখতে যাওয়ার জন্য ট্রেন কিংবা প্লেনের টিকিট বুক করে ফেলেছে দর্শকরা। এছাড়াও হোটেল বুকিংও করে ফেলেছে তারা। এমন পরিস্থিতিতে ম্যাচের দিন পরিবর্তন হলে তাদেরকে সবথেকে বেশি সমস্যায় পড়তে হবে।