সৌন্দর্যের দিক থেকে একাধিক বলিউড অভিনেত্রীকেও হার মানাবেন এই ৫ ক্রিকেটারদের স্ত্রী, দেখুন ছবি

ভারতীয় (India) ক্রিকেট তারকাদের মধ্যে এমন অনেক ফ্লপ ক্রিকেটার (Cricketers) আছেন, যারা ক্রিকেট কেরিয়ারে তেমন নজির করতে পারেন নি। ক্রিকেট পিচ থেকে বিদায় নিয়েও বর্তমানে কোনো না কোনো কারণে তাঁরা খবরের শিরোনামে থাকেন। তারসঙ্গে তাঁদের জীবন সঙ্গিনীরাও আলোচনায় থাকেন। ভারতীয় এই কয়েকজন ক্রিকেটারদের পত্নী যারা আর কয়েকজনের মতন সাধারণ কিন্তু রূপে গুণে বলিউডের কোনো সুন্দরীদের থেকে কম নয়। আপনারা কি জানেন  এই ফ্লপ ক্রিকেটারদের স্ত্রীরা কে বা তাঁদের নাম, পেশা কি? আসুন জেনে নেওয়া যাক

আরো পড়ুনঃচাপ বাড়লো বিরোধী দলের, টিম ইন্ডিয়ার ধোনি ২.০ হতে চলেছেন রিঙ্কু সিং

অশোক দিন্দাঃ এই ক্রিকেটার ভারতীয় (India) ঘরোয়া ক্রিকেটে সর্বাধিক সফল ফাস্ট বোলার হিসাবে খ্যাতনামা অর্জন করেছিলেন। তবে তিনি খুব বেশিদিন ক্রিকেট কেরিয়ার বজায় রাখতে পারেন নি। তার স্ত্রী শ্রেয়সী রুদ্র তিনিও কম সুন্দর নয়। ক্রিকেট তারকার সুন্দরী বউদের তালিকায় তিনিও একজন অন্যতম। সোশ্যাল মিডিয়ায়ও তিনি বহুল পরিচিত, তবে অশোক দিন্দা বর্তমানে রাজনীতির সাথে যুক্ত আছেন। 

মনোজ তিওয়ারিঃ ক্রিকেট জগতে এই তারকা অনেকগুলি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন। তবে বর্তমানে তাঁর ক্রিকেট কেরিয়ার অনিশ্চয়তার মুখে। মনোজ তিওয়ারির পত্নী  সুস্মিতা রায়, তিনিও সোশ্যাল মিডিয়ায় বহুল পরিচিত একজন।

Manoj Tiwari wife

বিনয় কুমারঃ এই ক্রিকেটার এককালে আইপিএলে বেশ কয়েকটি ম্যাচ খেলে নজরে আসেন। তাঁর পত্নী রিচা শর্মা পেশায় লেখক এবং ব্লগার। ইনিও রূপে গুনে কোনো সুন্দরী অপেক্ষা কম নয়।

Vinay Kumar wife

 

স্টুয়ার্ট বিনিঃ ভারতীয় দলের হয়ে এককালে তিনিও ক্রিকেট খেলেছেন। বিনির পত্নীও রূপে গুণে একাধিক বলিউড নায়িকাকেও হার মানাবে। বিনির পত্নী মায়ান্তি লাঙ্গার পেশায় একজন ক্রিকেট অ্যাঙ্কর। আইপিএল সহ একাধিক ম্যাচেই তিনি অ্যাঙ্করিং করে তাঁর পরিচিতি বাড়িয়েছেন। 

Stuart Binni wife

আরো পড়ুনঃ যশস্বীর মতো আরও এক ক্রিকেটার ভারতে রয়েছে, এই ক্রিকেটারের প্রশংসায় রিকি পন্টিং

পারভিন্দর আওয়ানাঃ ভারতীয় ক্রিকেটারদের সুন্দরী পত্নীদের তালিকায় আছে আরো একজন, তিনি হলেন পারভিন্দর আওয়ানার স্ত্রী। ভারতীয় দলের হয়ে মাত্র ২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। এরপর তাঁকে আর কোনো ম্যাচে দেখা যায়নি। আওয়ানার পত্নী সঙ্গীতা খাসনা তিনিও কম সুন্দরী নয়, ইনি পেশায় একজন পুলিশ ইন্সপেক্টর।