পাকিস্তান সারা বিশ্বের কাছে একটি সন্ত্রাসবাদী দেশ হিসেবে পরিচিত। সন্ত্রাসবাদকে মত দেওয়া এবং সন্ত্রাসবাদকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য সারা বিশ্বের চোখে পাকিস্তান (Pakistan) একটি সন্ত্রাসবাদী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদ, বোমা বিস্ফোরণ, গুলি বর্জন এক নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যার কারণে সারা বিশ্বের কাছে মুখ পুড়ছে পাকিস্তানের (Pakistan)।
পাকিস্তানের এই সন্ত্রাসবাদী কার্যকলাপের হাত থেকে রেহাই পায়নি ক্রিকেটও। কয়েক বছর আগে পাকিস্তানে খেলতে গিয়ে সন্ত্রাসবাদীদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল শ্রীলংকা ক্রিকেট দলকে (Srilanka Cricket Board)। শ্রীলংকা ক্রিকেট বাসের ওপর সন্ত্রাসবাদী আক্রমণ চালানো হয়েছিল। আর তারপর পাকিস্তানকে দীর্ঘ এক দশকের বেশি সময় ক্রিকেট থেকে ব্যান করে দিয়েছিল আইসিসি (ICC)। পাকিস্তানে কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি।
দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় পাকিস্তানে কোন দেশ ক্রিকেট খেলতে যায়নি। অবশেষে বিভিন্ন টানাপোড়নের পর পাকিস্তানে ক্রিকেট খেলতে গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। দীর্ঘ ২২ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল (England Cricket Team)।
এবার ইংল্যান্ড ক্রিকেট দল যে হোটেলে রয়েছে সেই হোটেলের সামনেই চললো গোলা গুলি। জানা গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল পাকিস্তানের যে হোটেলে রয়েছে তার থেকে কয়েক হাত দূরে গুলির শব্দ শোনা যায়। যদিও এই গুলি চলায় কোন প্রাণের ক্ষয়ক্ষতি কিংবা সম্পদ নষ্টের খবর পাওয়া যায় নি।
পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, “মুলতানে দুটি গ্রুপের মধ্যে গোলাগুলি চলেছে। ঘটনার জেরে পুলিশ চারজনকে গ্রেপ্তারও করেছে। তবে এই ঘটনার জেরে ইংল্যান্ড ক্রিকেট দলের ওপর কোনো প্রভাব পড়েনি, ইংল্যান্ড দল তাদের হোটেলে নিরাপদেই রয়েছেন।”