রবিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে নেমেছিল ভারত। এইদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশের অধিনায়ক লিটন দাস (Liton Das)। ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের। রান পেলেন না রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি, শিখর ধাওয়ানরা। ভারতের একমাত্র সফল ব্যাটসম্যান কে এল রাহুল। কে এল রাহুলের ৭৩ রানে ভর করে ১৮৬ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। সম্পূর্ণ ৫০ ওভার খেলতেও পারেনি ভারত।
প্রথমে ব্যাটিং করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। এই দিন কে এল রাহুল ছাড়া ভারতের কোন ব্যাটসম্যানই ব্যাট হাতে রান পেলেন না। আর ভারতের এই বিপর্যয়ের জন্য রোহিত শর্মার একটি ভুল সিদ্ধান্তকেই দায়ী করা হচ্ছে।
প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের এক মারকুটে ব্যাটসম্যান কে সুযোগ দেয়নি অধিনায়ক রোহিত শর্মা। ভারতের এই তরুণ তুর্কিকে সুযোগ দিলে হয়তো ভারতকে এই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হতো না। ভারতের রান ১৮৬ জায়গায় খুব কম করে হলেও ২৫০ রানের গণ্ডি টপকে যেত।
ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে হঠাৎই চোট পেয়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান ভারতের উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ। ঋষভ পন্থ ছিটকে যাওয়ায় অনায়াসে দলে সুযোগ দেওয়া যেত দলের তরুণ ওপেনার ইসান কিসানকে কিন্তু ঈশান কিসানকে সুযোগ না দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ম্যাচে দলে নেওয়া হয়েছিল ৩৬ বছর বয়সী ওপেনার শিখর ধাওয়ান কে।
এই ম্যাচে ওপেন করতে নেমে মাত্র সাত রান করে আউট হয়ে যান শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান শুরুতেই আউট হয়ে যাওয়ায় ভারতের ইনিংসে শুরুটাই খারাপ হয়ে যায়, যার কারণে পুরো ইনিংসে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। আগামী বছর ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। তার আগে এখন থেকেই ভারতের উচিত ভারতের প্লেয়িং ইলেভেন মোটামুটি ভাবে ঠিক করে নেওয়া।