ফের হার ভারতের, দ্বিতীয় ম্যাচেও ভারতকে হেলায় হারিয়ে দিল ক্যারিবিয়ানরা

এই মুহূর্তে টিটোয়েন্টি ফরম্যাটে বিশ্বের এক নম্বর দল ভারত (India)। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ দল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। টেস্ট, ওয়ানডে সিরিজে জয়ের পর অনেকেই ভেবেছিলেন টিটোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে হারিয়ে দেবে ভারত (India)।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টিটোয়েন্টি ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচেও ফলাফল বদলালো না। দ্বিতীয় ম্যাচেও ভারতকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন:- বাবর আজম একটি জ্বলন্ত ইনিংস খেলেছে, ৬ উইকেট হাতে থাকা সত্ত্বেও হেরেছে দল

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই আউট হয়ে যায় ওপেনার শুভমান গিল। মাত্র ৭ রান করে আলজারি জোসেফের বলে আউট হয়ে যায় গিল। টেস্ট, ওয়ানডের পর টিটোয়েন্টি সিরিজেও গিলের খারাপ ফর্ম অব্যাহত। ১ রান করে আউট হয়ে যায় সূর্য কুমার যাদব।

আরও পড়ুন:- অ্যাশেজে অবসরের ঘোষণা দিলেন স্টুয়ার্ট ব্রড, এক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরলেন এই অভিজ্ঞ!

২৭ রান করেন ঈশান কিষান, ২৪ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এদিন হাফ সেঞ্চুরি করেন তিলক বর্মা। ৪১ বলে ৫১ রান করে তিলক। নির্ধারিত কুড়ি ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ার প্রথম বলেই আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্রান্ডন কিং। চতুর্থ বলে আউট হয়ে যায় জনসন চালর্স। মাত্র দু রানে দু উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা। তবে সেই চাপ সামলে দেন নিকলাক পুরান। ৪০ বলে ৬৭ রানের ইনিংস খেলে একাই ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে দেন তিনি। সাত বল বাকি থাকতে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।