মঙ্গলবার ফুটবল বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হয়েছিল স্পেন (Spain) এবং মরক্কো (Morocco)। এই ম্যাচে পাল্লা ভারী ছিল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। তবে সমস্ত হিসেব বদলে দিল মরক্কো। ম্যাচের প্লেয়িং টাইমে কোন দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ৩-০ ব্যবধানে স্পেন কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল মরক্কো (Morocco)।
Absolute scenes. 😳
Morocco are into the World Cup Quarter-Finals! 🇲🇦 #FIFAWorldCup | @adidasfootball
— FIFA World Cup (@FIFAWorldCup) December 6, 2022
এবারের বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছিল স্পেন (Spain)। বিশ্বকাপের প্রথম ম্যাচে কোস্টা রিকাকে ৭-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল স্পেন। তবে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে হেরে গিয়েছিল স্পেন। জাপানের কাছে এই হারের পর অনেকেই দাবি করেছিল এবার স্পেন আরও ভয়ংকর হয়ে উঠবে। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে গেল স্পেন।
এইদিন খেলার শুরু থেকে বল নিজেদের পায়ে রেখে খেলছিল স্পেন। খুব বেশি আক্রমণের পথে হাঁটছিল না স্পেনের ফুটবলাররা। তারা বল নিজেদের দখলে রাখার উপরে জোর দিচ্ছিল। এরই মধ্যে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়ে গিয়েছিল স্পেন। তবে মরক্কোর গোল রক্ষকের কাছে গিয়ে বার বার আটকে যায় স্পেনের স্ট্রাইকাররা।
এই ম্যাচে স্পেনের ফুটবলাররা মরক্কোর ছোট ছোট ভুল গুলি কাজে লাগানোর চেষ্টা করছিল। আর স্পেনের এই স্ট্র্যাটেজি খেলার কয়েক মিনিটের মধ্যে ধরে ফেলে মরক্কো। তাই তারা নিজেদের ডিফেন্স আরও জোরদার করে। আক্রমণে যাওয়ার থেকেও প্রতি আক্রমণ থেকে গোল তুলে নেওয়ার দিকে বেশি নজর দিচ্ছিল মরক্কোর ফুটবলাররা।
THE HERO 👑🇲🇦 pic.twitter.com/WCaCZEmHqh
— FIFA World Cup (@FIFAWorldCup) December 6, 2022
ম্যাচের ৯০ মিনিটের মধ্যে গোল করতে পারেনি কোন দল। তাই অতিরিক্ত সময় দেয় রেফারি। তবে অতিরিক্ত সময় অর্থাৎ মোট ১২০ মিনিট খেলা হয়ে গেলেও গোলের মুখ খুলতে পারেনি কোন দল। যার ফলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। ম্যাচের আগে স্পেনের কোচ জানিয়েছিলেন তিনি টাই ব্রেকারের জন্য নিজেদের ফুটবলারদের আগে থেকেই তৈরি করেছেন। তবে টাই ব্রেকারে স্পেনের তিন জন ফুটবলার পেনাল্টি নিয়েছিলেন। এক জনও গোলে রাখতে পারলেন না। অপরদিকে প্রথম চারটি শটের মধ্যে তিনটি গোল করে ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল মরক্কো।