শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের আগে এই সিরিজটি ভারতের জন্য প্রস্তুতির শেষ সুযোগ।
Squad for the 1st two ODIs:
KL Rahul (C & WK), Ravindra Jadeja (Vice-captain), Ruturaj Gaikwad, Shubman Gill, Shreyas Iyer, Suryakumar Yadav, Tilak Varma, Ishan Kishan (wicketkeeper), Shardul Thakur, Washington Sundar, R Ashwin, Jasprit Bumrah, Mohd. Shami, Mohd. Siraj, Prasidh…
— BCCI (@BCCI) September 18, 2023
এবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। তবে সবচেয়ে অবাক করা বিষয় এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচের জন্য একটি দল এবং শেষ ম্যাচের জন্য অন্য দল ঘোষণা করল নির্বাচকরা।
সদ্য এশিয়া কাপ খেলার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াদের। তবে শেষ ম্যাচে এরা সকলেই রয়েছেন দলে। বিশ্বকাপের জন্য বিসিসিআই প্রাথমিকভাবে যে দল ঘোষণা করেছিল সেখানে অশ্বিনকে না রাখায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেকটি দলেই রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে।
প্রথম দুই ম্যাচের দল: কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশন, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
Coming 🆙 next 👉 #INDvAUS
Here are the #TeamIndia squads for the IDFC First Bank three-match ODI series against Australia 🙌 pic.twitter.com/Jl7bLEz2tK
— BCCI (@BCCI) September 18, 2023
তৃতীয় ম্যাচের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল (ফিটনেসের উপর নির্ভর করছে), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।