অবসান ঘটলো দীর্ঘ প্রতীক্ষার। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের (ODI World Cup) জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছিল সেখান থেকে দুই ক্রিকেটারকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই।
🚨 NEWS 🚨
India’s squad for #CWC23 announced 🔽#TeamIndia
— BCCI (@BCCI) September 5, 2023
এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচ শেষ হওয়ার পর শনিবার গভীর রাত পর্যন্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিসিআই কর্তারা। সেখানেই ঠিক হয়েছিল বিশ্বকাপের ১৫ সদস্যের দল।
বিশ্বকাপের দলে বিশেষজ্ঞ স্পিনার নিয়ে শনিবারের বৈঠকে সব থেকে বেশি আলোচনা হয়েছিল রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালকে নিয়ে। এই দুজনের মধ্যে কোন একজনকে দলে রাখা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় কিন্তু শেষ পর্যন্ত একজন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে নিয়েই বিশ্বকাপ খেলতে নামছে ভারত।
আইসিসি নিয়ম অনুযায়ী বিশ্বকাপ খেলা প্রত্যেকটি দলকে ৫ই সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হত। যদিও পড়ে এই দলে পরিবর্তন করা যাবে। ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান কে এল রাহুল এখনো পুরোপুরিভাবে সুস্থ নন। তাকে বিশ্বকাপের প্রাথমিক দলে রাখা হলেও তার ফিটনেস দেখেই তাকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখা হবে।
Here's the #TeamIndia squad for the ICC Men's Cricket World Cup 2023 🙌#CWC23 pic.twitter.com/EX7Njg2Tcv
— BCCI (@BCCI) September 5, 2023
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।