আজ অ্যাডিলেতে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচের প্রথম রাউন্ড শেষ হল। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারের বিনিময়ে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান তুললো। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ১৮৫ রান।
বাংলাদেশ টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ভারত প্রথমে ব্যাট করতে এসে শুরুতেই ধাক্কা খায়। পাওয়ার-প্লেতেই আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি মাত্র ২ রান করেই হাসান মাহমুদের বলে ধরা পরে জসির আলীর হাতে। তারপর কোহলিকে সঙ্গে নিয়ে কেএল রাহুল দুর্দান্ত ইনিংস খেলেন। রাহুল গত তিন ম্যাচে ভাল রান না করলেও এবার ছন্দে ফিরেছেন। তিনি ৩২ বলে অর্ধশতরন পূরণ করে আউট হন। রাহুল আউট হওয়ার পরে সূর্য কুমার ব্যাট করতে এসে ১৬ বলে ৩০ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তারপর সূর্য কুমার আউট হলে সব দায়িত্ব এসে পড়ে বিরাট কোহলির ওপর।
সতীর্থরা একের পর এক আউট হলেও কোহলি একাই এক দিকে দাঁড়িয়ে ব্যাটের তাণ্ডব চালায়। রবিচন্দ্র আশ্বিনের ফিনিশিংটাও ছিল দারুণ। তিনি শেষ ওভারে একটি চার ও ছক্কা মেরে ৬ বলে ১৩ রান করেন। তারপর বিরাট কোহলির ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করে বাংলাদেশকে ১৮৫ রানের টার্গেট দেন।
ম্যাচের শুরুতে হাসান মাহমুদ দলের জন্য সফলতা এনে দিলেও অন্যান্য বোলাররা ভারতের ব্যাটিং তাণ্ডব রুখতে অক্ষম। বল হাতে সফল হয়েছেন হাসান মাহমুদ ও সাকিব অল হাসান। হাসান ৩ টি উইকেট ও সাকিব ২ উইকেট। তবে তাসকিন আহমেদ কোন উইকেট না পেলেও ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দেন।
আজকের এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ম্যাচ যে জিতবে সেই দলই সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করবে। তাই দুই দলই মরিয়া হয়ে থাকবে এই ম্যাচ জেতার। ম্যাচের ফলাফল আর কয়েক ঘণ্টার অপেক্ষা।