টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup) আগে আজ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া (India vs australia)। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। এই ম্যাচে দুই দলের কাছেই কার্যত নিজেদের শক্তি পরীক্ষা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল।
আজকের এই প্রস্তুতি ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। এর ফলে প্রথম ব্যাটিং করতে আসে ভারত। এই দিন শুরুতেই ওপেনিং করতে আসেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit sharma) এবং কে এল রাহুল (K l rahul)। টি-টোয়েন্টি বিশ্বকাপেও যে ভারতের এই ওপেনিং জুটি দেখা যাবে তা বলায় বাহুল্য।
ওপেন করতে এসে ১৪ বলে মাত্র ১৫ রান করে আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান ভারত অধিনায়ক রোহিত শৰ্মা (Rohit sharma)। অপরদিকে ৩৩ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কে এল রাহুল। এইদিন ব্যাট হাতে ক্রিজে বেশিক্ষন টিকে থাকতে পারেননি বিরাট কোহলি। ১৩ বলে ১৯ রানের ইনিংস খেলে আউট হয়ে যান তিনি। তবে এই দিন ব্যাট হাতে ফের জ্বলে ওঠেন সূর্য কুমার যাদব। ৩৩ বলে ৫০ রান করেন তিনি। শেষের থেকে নেমে ১৪ বলে ২০ রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক। নির্ধারিত কুড়ি ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন কেন রিচার্ডসন। চার ওভার বোলিং করে ৩০ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজি ছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ। ১৮ বলে ৩৫ রান করেন মিচেল মার্শ অপরদিকে ৫৪ বলে ৭৬ রান করেন অ্যারন ফিঞ্চ।
অস্ট্রেলিয়ার ইনিংস দেখে একটা সময় মনে ছিল অনায়াসে এই ম্যাচ জিতে যাবে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে বল করতে গিয়ে কম বেশি মার খাচ্ছিলেন সবাই। তবে অস্ট্রেলিয়ার ইনিংসের ১৯ তম ওভার পর্যন্ত প্যারলিয়নে বসেছিলেন মহম্মদ সামি। তাকে ১৯ তম ওভার পর্যন্ত এক ওভারও বল করায়নি অধিনায়ক রোহিত শর্মা। তবে কুড়ি তম ওভারে বল হাতে বোলিং করার জন্য মহম্মদ সামিকে ডেকে নেন অধিনায়ক রহিত শর্মা। আর এই ওভারে মাত্র চার রান দিয়ে তিনটি উইকেট নেয় সামি।