ধাওয়ান-শ্রেয়সের ব্যাটে ভর করে প্রথম ওয়ানডে ম্যাচে রানের পাহাড় গড়ল ভারত, চাপে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর আজ থেকে শুরু হয়েছে ভারত (India) এবং নিউজিল্যান্ডের (Newzealand) মধ্যে ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্ক ক্রিকেট স্টেডিয়াম ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত (India) এবং নিউজিল্যান্ড (Newzealand)।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। এই ম্যাচে প্রথম একাদশে বেশ কিছু চমক রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল সঞ্জু স্যামসন, উমরান মালিকের মতো ক্রিকেটারদের।

এই ম্যাচে ব্যাটিং করতে নেমে শুরুতে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং শুভমান গিল। প্রথম উইকেটেই ১২৪ রান তুলে ফেলে ভারতের এই দুই ওপেনার। এই ম্যাচে ৬৫ বলে ৫০ রান করেন শুভমান গিল। অপরদিকে ৭৭ বলে ৭২ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান।

এই ম্যাচে ফের ব্যর্থ হলেন ঋষভ পন্থ। ব্যাট হাতে রান পেলেন না দুর্দান্ত ফর্মে থাকা সূর্য কুমার যাদবও। একটা সময় পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই সময় ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান শ্রেয়াস আইয়ার এবং সঞ্জু স্যামসন।

৩৮ বলে ৩৬ রান করে আউট হয়ে যান সঞ্জু স্যামসন। তবে ক্রিজের অপরদিকে টিকে ছিলেন শ্রেয়াস আইয়ার। প্রথমে সঞ্জু স্যামসন তারপর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ভারতের এগিয়ে নিয়ে যান শ্রেয়াস আইয়ার। শেষ পর্যন্ত ৭৬ বলে ৮০ রানের ইনিংস খেললেন শ্রেয়াস আইয়ার। অপরদিকে শেষের দিকে নেমে মাত্র ১৬ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ওয়াশিংটন সুন্দর। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলেছে ভারত।
নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি এবং লকি ফার্গুসন। এছাড়াও একটি উইকেট নিয়েছেন আডম মিলনে।