“ভারত তো ফাইনালেও উঠতে পারে না”, এশিয়া কাপের আগে কটাক্ষ করলেন পাক ক্রিকেটার

আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই এশিয়া কাপের (Asia Cup) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)। আগামী শনিবার এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। তবে এবার এশিয়া কাপে একবার নয়, তিন তিনবার ভারত এবং পাকিস্তানের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Washim Akram

এশিয়া কাপের গ্রুপ পর্বে দুবার মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। সবকিছু ঠিকঠাক থাকলে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই মহাশক্তি। ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীরা এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখতে চাইছে। এরই মধ্যে ভারতকে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম।

গতবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত। তবে সুপার ফোরে ভারতকে হারায় পাকিস্তান। পাকিস্তানের কাছে হারের পর শ্রীলংকার কাছে হেরে যাওয়ায় এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারত। এবার সেই কথাই মনে করিয়ে দিলেন ওয়াসিম আক্রম।

এদিন ওয়াসিম আক্রম বলেন, “গত বারও আমরা ভারত-পাকিস্তান ফাইনাল হবে বলে ধরে নিয়েছিলাম। কিন্তু সবাইকে টেক্কা গিয়ে শ্রীলঙ্কা ট্রফি জিতে নেয়। তিনটে দলই কিন্তু বিপজ্জনক। নিজের দিনে যে কোনও দল জিততে পারেন। বাকি দলগুলোকেও হেলাফেলা করলে চলবে না। শেষ বার শ্রীলঙ্কা ট্রফি জিতেছিল। ভারত তো ফাইনালেও উঠতে পারেনি।”

Indian Cricket Team

এছাড়াও ওয়াসিম আক্রম বলেন, ” খেলাধুলা এবং রাজনীতি কখনই একসঙ্গে মেলানো উচিত নয়। ভারত এবং পাকিস্তানের বেশির ভাগ মানুষই একে অপরকে সমীহ করে। আশা করি শান্তিকেই প্রাধান্য দেওয়া হবে।”