সোমবার পাকিস্তানকে হারানোর পর মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোর এর ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত (India)। এই ম্যাচে টসে জিতে নিজেদের চ্যালেঞ্জের সামনে ফেলতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
Innings Break!#TeamIndia post 213 on the board.
Over to our bowlers now, second innings coming up shortly! ⌛️
Scorecard ▶️ https://t.co/P0ylBAiETu#AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/5b08DhVQAD
— BCCI (@BCCI) September 12, 2023
টসে জিতের ব্যাটিং করতে নেমে পাকিস্তান ম্যাচের মতই শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। প্রথম ১০ ওভারে ভারতের ব্যাটিং দেখে মনে হচ্ছিল এই ম্যাচেও বড় রান করতে চলেছে ভারত। শুরু থেকে বেশি আক্রমণাত্মক ছিলেন রোহিত। ১০ ওভারের মধ্যে নিজের অর্ধ শতরান পূর্ণ করে ফেলেন তিনি।
শ্রীলংকার পেসাররা ভারতীয় ব্যাটারদের কোন সমস্যায় তৈরি করতে পারছিলেন না। তাদের অনায়াসে খেলছিলেন রোহিত, শুভমান। কিন্তু দুনিথ ওয়েল্লালাগে বল হাতে নেওয়ার পরেই ছবিটা বদলে গেল। হঠাৎ করে যেন পিচটাই বদলে গেল। বল ঘুরতে শুরু করল। তাতেই চাপে পড়ে গেল ভারত।
৫৩ রান করে আউট হলেন রোহিত, ১৯ রান করলেন শুভমান। গত ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করলেও এই ম্যাচে মাত্র তিন রান করে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। তিনটি উইকেটই তুলে নিলেন ওয়েল্লালাগে। ঈশান কিসান এবং রাহুল কিছুটা চেষ্টা করেছিলেন। ঈশান করেন ৩৩ এবং রাহুল করেন ৩৯ রান। পুরো ৫০ ওভার খেলতে পারেনি ভারত। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২১৩ রানে।
𝗧𝗵𝗿𝗼𝘂𝗴𝗵 𝘁𝗼 𝘁𝗵𝗲 𝗙𝗶𝗻𝗮𝗹! 🙌
Well done #TeamIndia 👏👏#AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/amuukhHziJ
— BCCI (@BCCI) September 12, 2023
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যান কে আউট করে দেন ভারতীয় পেসাররা। কিছুটা লড়াই করার চেষ্টা করেন ডি’সিলভা ও ওয়েল্লালাগে। কিন্তু কুলদীপ যাদবের স্পিনের সামনে ধরাশায়ী হয় শ্রীলঙ্কার ব্যাটিং। ১৭২ রানে শেষ হয়ে যায় শ্রীলংকার ইনিংস। ৪১ রানে এই ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে চলে গেল ভারত।