অবশেষে সেওয়াগের বিকল্প খুঁজে পেল ভারত, একাই জেতাবেন বিশ্বকাপ

বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এই মুহূর্তে বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দল (Indian Cricket Team) নিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ভারতের টপ অর্ডার কেমন হবে এই নিয়েই চলছে বিশেষ পরীক্ষা নিরীক্ষা।

Ishan Kishan Run

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পথে হেটে ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) মত সিনিয়র ক্রিকেটারদের বসিয়ে রেখে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছিল বেশ কিছু তরুণ ক্রিকেটারকে।

আরও পড়ুন:- এশিয়া কাপে দলে ফিরছেন না রাহুল-শ্রেয়স, বিশ্বকাপে কি হবে? মাথায় হাত টিম ইন্ডিয়ার

পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে গিয়ে প্রথমেই ধাক্কা খেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম ওয়ানডে ম্যাচ জিতে দ্বিতীয় ওয়ানডেতে বিরাট রোহিতকে বসিয়ে একাধিক তরুণকে সুযোগ দেওয়া হয়েছিল। যার ফলস্বরূপ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হেরে গিয়েছিল ভারত। তবে তৃতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত কমব্যাক করে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:- অ্যাশেজে ভালো খেলেও কড়া শাস্তি পেল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, কাটা হল অনেক পয়েন্ট

একসময় ভারতীয় দলের বিধ্বংসী ওপেনার ছিলেন বীরেন্দ্র শেওয়াগ। শেওয়াগ ওপেন করতে নেমে শুরু থেকে সেভাবে আক্রমনাত্মক ব্যাটিং করতেন তাতে বিপক্ষ দলের বোলারদের ছন্দ নষ্ট হয়ে যেত। বেশ কিছু ম্যাচে একা হতে ভারতীয় দলকে জিতিয়েছিলেন তিনি। তবে শেওয়াগ অবসর নেওয়ার পর ভারত দীর্ঘ কয়েক বছর সেরকম কোন ওপেনার ব্যাটসম্যান খুঁজে পায়নি। অবশেষে শেওয়াগের বিকল্প খুঁজে পেল ভারত।

Ishan Kishan Batting

রোহিতের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ওপেন করতে নেমেছিলেন ঈশান কিষান। ওপেন করতে শেওয়াগ যেমন শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন তেমনই পারফরম্যান্স করলেন ঈশান কিষানও। শুরু থেকেই ক্যারিবিয়ান বোলারদের আক্রমণ করেন ঈশান। তিনটি ওয়ান ডে ম্যাচে অর্ধশতরান করে সিরিজের সেরা পুরস্কার জিতে নিয়েছে ঈশান।