‘বিশ্বকাপের আগে ভারত দ্বিতীয় ধোনি পেয়ে গিয়েছে’, কার দিকে ইঙ্গিত করলেন সুরেশ রায়না

শুরু হয়েছে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ। আগামী ২২ শে অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup) মূল পর্বের ম্যাচ। এবারের টি২০ বিশ্বকাপে ভারত (India) তাদের অভিযান শুরু করছে ২৩ শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ইতিমধ্যেই সেই ম্যাচ ঘিরে ভারতীয় ক্রিকেটপ্রেমী সহ সারা বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বেশ কয়েকজন এক্স ফ্যাক্টর রয়েছেন যারা যেকোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। এই সমস্ত ক্রিকেটাররা যদি বিশ্বকাপে সেরাটা দিতে পারেন তাহলে বিশ্বকাপে ভারতের ভালো ফলাফলের আশা রয়েছে। এরই মধ্যে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina) দাবি করলেন যে বিশ্বকাপের আগে দ্বিতীয় ধোনি (Ms dhoni) পেয়ে গিয়েছে ভারতীয় দল (Indian cricket team)।

এক সময় ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিংয়ের অন্যতম প্রধান ভরসা ছিলেন এম এস ধোনি। পাঁচ ছয় নম্বরে ব্যাটিং করতে এসে ধোনি যেভাবে ম্যাচ ফিনিশ করতেন তা খুব কম ক্রিকেটেরই পেরেছেন। আর সেই কারণেই ধোনির নাম হয়ে গিয়েছিল ‘দ্য গ্রেট ফিনিশার’।

এবার তেমনই ভারতীয় দলের একজন ক্রিকেটারের দিকে ইঙ্গিত করে তাকে দ্বিতীয় ধোনি হিসাবে উল্লেখ করলেন সুরেশ রায়না। সুরেশ রায়না ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik pandya) এবারের বিশ্বকাপে ভারতীয় দলের দ্বিতীয় ধোনি হিসেবে উল্লেখ করেছেন।

এক সাক্ষাৎকারে হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে সুরেশ রায়না বলেছেন, ” বিশ্বকাপে ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া এমন একজন ক্রিকেটার যিনি পাওয়ার প্লেতে বোলিংও করতে পারেন, আবার তিন চার নম্বরে ব্যাটিং করতে নেমে ফিনিশারের ভূমিকাও পালন করতে পারেন, অনেকটা ধোনি ভাইয়ের মতো।”