দেওয়ালে পিঠ ঠেকেছে রোহিতদের, ফাইনালে যাওয়ার জন্য ভারতের সামনে এই কঠিন সমীকরণ

চলতি এশিয়া কাপের (Asia Cup) ‘Group-A’-র এক নম্বর দল হিসেবে সুপার ফরে যোগ্যতা অর্জন করা ভারতের কাছে ফাইনালে যাওয়ার রাস্তা এখন কঠিন সমীকরনে দাঁড়িয়ে। ১ বল বাকি থাকতে ম্যাচ জয় করে ভারতকে বিদায়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে দ্বীপরাষ্ট্র। এখন ভারতীয় ক্রিকেট (Indian Cricket) শিবিরে কপালের ভাঁজ।

 

সুপার ফর পর্বের খেলা শুরুতেই ভারত ধাক্কা খায় পাকিস্তানের কাছে। এরপর শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচটি ছিল তাদের রুদ্ধ শ্বাস ম্যাচ। এখন শ্রীলংকার বিরুদ্ধে হেরে কার্যত দেয়ালে পিঠ ঠেকেছে ভারতে। তবে ভারত পরপর দুই ম্যাচ হারলেও তাদের কাছে এখনো ফাইনালে রাস্তা খোলা। তার জন্য জটিল থেকে জটিলতম সমীকরণ ভারতের কাছে।

Indian cricket

কিভাবে ফাইনাল পৌঁছাবে ভারত?

এই কঠিন সমীকরণে ক্ষীণ আশা রয়েছে ভারতের ফাইনালে যাবার। এদিকে পাকিস্তানের বাকি থাকা দুই ম্যাচের দুটোতেই হারতে হবে পাকিস্তানকে। অন্যদিকে আফগানিস্তানকে একটি ম্যাচ জিততে হবে। আর শ্রীলংকার বাকি থাকা এক ম্যাচ শ্রীলঙ্কাকেই জিততে হবে। তবে এটা কতটা কার্যকর হবে তাই ঈশ্বরই জানে। আসুন জানি বিস্তারিত!

 

১. ৭ই সেপ্টেম্বর, অর্থাৎ আজ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে আফগানিস্তান। এই ম্যাচে আফগানিস্তানকে জিততেই হবে। যদি কোন কারনে এই ম্যাচ পাকিস্তান জিতে যায় তাহলে ভারতের খাতা এখানেই বন্ধ। কারণ পাকিস্তানের পয়েন্ট হয়ে দাঁড়াবে ৪। আর যদি আফগানিস্তান যেতে তাহলে তাঁদের পয়েন্ট হয়ে দাঁড়াবে 2।

 

২. এরপর ৮ই সেপ্টেম্বর ভারত ও আফগানিস্তানের শেষ ম্যাচ। এই ম্যাচে ভারতকে জিততেই হবে, তাও আবার বড় ব্যবধানে +নেট রানরেট বেশি নিয়ে। এক্ষেত্রে ভারতের পয়েন্ট হয়ে দাঁড়াবে ২।

 

৩. এরপর ৯ই সেপ্টেম্বর অর্থাৎ সুপার ফরের শেষ ম্যাচ পাকিস্তান ও শ্রীলঙ্কার। এই ম্যাচেও শ্রীলঙ্কাকে জিততে হবে এবং পাকিস্তানকে হারতে হবে। তাহলে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ২ এবং শ্রীলংকার পয়েন্ট দাঁড়াবে ৬।

Indian cricket

এখন উপরের সব ফলাফল যদি কার্যকর হয়, তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়াচ্ছে ৬, পাকিস্তানের পয়েন্ট দাঁড়াচ্ছে ২, ভারতের ২ এবং আফগানিস্তানেরও ২। তাহলে দেখা যাচ্ছে, ফাইনালের রাস্তা শ্রীলংকার ইতিমধ্যেই পাকা। আর ২ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে থাকা সুপার ফরের বাকি তিনটি দলের নেট রানরেট বিবেচনা করে যোগ্য দল নির্ধারিত করা হবে। আর ভারতকে ফাইনালে যেতে হলে, উপরের সব ফলাফল ঠিক থাকলে ভারতের নেট রানরেট বেশি থাকতে হবে। এই কঠিন সমীকরণে দাঁড়িয়ে আছে ভারত।