‘এশিয়া কাপ ২০২২’-র ভারত ও পাকিস্তানের প্রথম ম্যাচে পাকিস্তান হারলেও এবার বদলা নিলো বাবর বাহিনী। T-20 ফরম্যাটে (T-20 Format) আরও একটি জয় যুক্ত হলো পাকিস্তান শিবিরে। আপনি জানেন কি ক্রিকেট ইতিহাসে ভারতের বনাম পাকিস্তান T-20 ফরম্যাটে (India vs Pakistan T-20 Format) মাত্র ৩ বার জিতেছে পাকিস্তান? আর এশিয়া কাপে এই প্রথম বার। আসুন আজ আমরা বিস্তারিত জানাবো!
৫ই অগাস্ট রবিবার ভারতকে হারিয়ে T-20 ফরম্যাটে তৃতীয় বারের মত জয় ছিনিয়ে নিলো পাকিস্তান। এই দিন দুবাই স্টেডিয়ামে ১৮২ রানের টার্গেট দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান টানটান উত্তেজনাই ম্যাচ জিতে নেয়। T-20 তে ভারতের বিরুদ্ধে এটাই সবচেয়ে বেশি রান তারা করে জয় পাকিস্তানের। ওই দিন এক বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেই তারা।
T-20 ফরম্যাটে প্রথম জয় :-
২০০৬ সালের T-20 ফরম্যাটে খেলা শুরু হওয়ার পর থেকে ভারতের বিপক্ষে এই নিয়ে মাত্র ৩ বার জিতলো পাকিস্তান। খেলা চালু হওয়ার ৬ বছর পর, অর্থাৎ ২০১২ সালে তারা ব্যাঙ্গালুরু স্টেডিয়ামে প্রথম বারের জন্য ভারতকে হারিয়েছিল। যেখানে ভারত প্রথমে ব্যাট করে ১৩৪ রান টার্গেট দিয়েছিল। সেই ম্যাচ পাকিস্তান ৫ উইকেটে জিতে নেই।
T-20 ফরম্যাটে দ্বিতীয় জয় এবং এটিই বিশ্বকাপে প্রথম জয় :-
তারপর T-20 ফরম্যাট চালু হওয়ার ১৫ বছর পর, অর্থাৎ 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই ছিল ভারতের প্রথম হার। যেখানে ভারত প্রথমে ব্যাট করে ১৫২ রানের টার্গেট দিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে বাবর ও রিজিওন ওপেনার জুটি রান তারা করে ম্যাচ জিতেছিল কোনো উইকেট না হারিয়ে। এটি ছিল পাকিস্তানের একটি বিশাল রেকর্ড।
T-20 ফরম্যাটে তৃতীয় জয় এবং এটিই এশিয়া কাপে প্রথম জয়:-
‘এশিয়া কাপ-2022’ এর সুপার ফরে থাকা দলের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের জয় ছিল তৃতীয় জয়। তারা রোহিতের বিপক্ষে ১৮২ রানের টার্গেট তাড়া করে ৫ উইকেটে ম্যাচ জেতে। পাকিস্তানের এই জয়ই ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের প্রথম জয়। যদিও এর আগে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে এক বার জিতেছে পাকিস্তান। তবে সেটা টি-টোয়েন্টি ফরম্যাটে নয়, সেটা ছিল ওয়ান-ডে ফরম্যাট। খেলাটি ছিল ২০১৪ সালের ৫০ ওভারে ধোনির নেতৃত্বধীনে। এই নিয়ে ২ বার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হচ্ছে এশিয়া কাপ। প্রথম বার ২০১৮ সালে এবং দ্বিতীয় বার চলতি এশিয়া কাপ।