এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে সিরিজ জয়ের পর এই মুহূর্তে ভারত (India) এবং ওয়েস্ট ইন্ডিজ (West Indies) মুখোমুখি হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ইতিমধ্যেই সিরিজের প্রথম তিনটি ম্যাচ হয়ে গিয়েছে। তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতে সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা।
𝙏𝙤𝙪𝙘𝙝𝙙𝙤𝙬𝙣 Miami ✈️#TeamIndia | #WIvIND pic.twitter.com/SKJTbj0hgS
— BCCI (@BCCI) August 10, 2023
প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ম্যাচ জিতলেই তারা সিরিজ জিতে যেত। তবে তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এই মুহূর্তে সিরিজের ফলাফল ২-১ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ আর একটি ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাবে।
আগামীকাল সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে হলেও চতুর্থ ম্যাচটি হবে আমেরিকায়। স্বাভাবিকভাবেই সম্পূর্ণ নতুন জায়গায় খেলতে নামবে ভারত।
চতুর্থ ম্যাচে ভারতের প্রথম একাদশে একাধিক পরিবর্তন হতে পারে। পরপর তিনটি ম্যাচেই ব্যর্থ হওয়া শুভমান গিল হয়তো এই ম্যাচে আর সুযোগ পাবেন না। তার পরিবর্তে ওপেনিং করবেন ঈশান কিষান এবং যশশ্বী জয়সওয়াল।
Maturity with the bat ✨
Breathtaking shots 🔥
What's the wrist band story 🤔Get to know it all in this special and hilarious chat from Guyana ft. @surya_14kumar & @TilakV9 😃👌 – By @ameyatilak
Full Interview 🎥🔽 #TeamIndia | #WIvIND https://t.co/7eeiwO8Qbf pic.twitter.com/TVVUvV3p7g
— BCCI (@BCCI) August 9, 2023
এক নজরে দেখে নেওয়া যাক এই ম্যাচে কেমন হতে চলেছে ভারতের সম্ভাব্য একাদশ:- ঈশান কিষান, যশশ্বী জয়সওয়াল, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মুকেশ কুমার, উমরান মালিক, জুজবেন্দ্র চাহাল।