ভারত (India) এবং ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মধ্যে টেস্ট এবং ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। টেস্ট সিরিজ ১-০ ফলাফলে জিতে নিয়েছে ভারত (India) এবং ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ২-১ ফলাফলে। এবার ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হতে চলেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
All ears when the 𝗣𝗿𝗶𝗻𝗰𝗲 𝗼𝗳 𝗧𝗿𝗶𝗻𝗶𝗱𝗮𝗱 speaks 🗣️
𝘿𝙊 𝙉𝙊𝙏 𝙈𝙄𝙎𝙎 – @BrianLara in conversation with @ShubmanGill & @ishankishan51 at the Brian Lara Stadium, Trinidad👌👌 – By @ameyatilak
Full Conversation – https://t.co/xWbvEz9kjU #WIvIND pic.twitter.com/AOLgonqyGE
— BCCI (@BCCI) August 2, 2023
আজ ভারতীয় সময় রাত আটটায় ত্রিনিবাদের ব্রাইন লারা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত (India) এবং ওয়েস্ট ইন্ডিজের (West Indies)। এই টি-টোয়েন্টি সিরিজেও বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটাররা দলে নেই। স্বাভাবিক ভাবেই এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন:- তৃতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ইমাম উল হকের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল
টি-টোয়েন্টি সিরিজেও একাধিক তরুণ ক্রিকেটারকে নিয়েই মাঠে নামবে ভারত। আজ টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে ওপেন করতে দেখা যাবে ঈশান কিষান ও যশস্বী জয়সওয়ালকে। বিরাট কোহলির অনুপস্থিতিতে তিন নম্বরে নামতে পারেন শুভমান গিল।
আরও পড়ুন:- “বিরাটের পরামর্শেই ওয়ানডেতে সাফল্য পেয়েছি”, ম্যাচ জিতে বললেন হার্দিক
মিডল অর্ডারে রয়েছেন সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বোলিং বিভাগে থাকবেন জুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, মুকেশ কুমার এবং উমরান মালিক।
📸🤝
T20I mode 🔛#TeamIndia | #WIvIND pic.twitter.com/Ftpp4AINGI
— BCCI (@BCCI) August 3, 2023
এক নজরে দেখে নেওয়া যাক আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কেমন হতে চলেছে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:-
যশস্বী জয়সওয়াল, ইশান কিশান (উইকেটরক্ষক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা/ সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল/ কুলদীপ যাদব, আরশদীপ সিং, উমরান মালিক, মুকেশ কুমার।