এই মুহূর্তে চলছে ভারত (India) এবং ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মধ্যে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচের পর ২-১ ফলাফলে পিছিয়ে ছিল ভারত। সিরিজের টিকে থাকতে হলে চতুর্থ ম্যাচ জিততেই হতো ভারত কে।
5⃣0⃣ up for Shubman Gill 👏
5⃣0⃣ up for Yashasvi Jaiswal – his first in T20Is 👌#TeamIndia on a roll here in chase! ⚡️ ⚡️
Follow the match ▶️ https://t.co/kOE4w9Utvs#WIvIND pic.twitter.com/gJc3U9eRBR
— BCCI (@BCCI) August 12, 2023
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ইনিংস খেলতে থাকে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কাইল মেয়ার্স ও ব্রেন্ডন কিং। ৭ বলে ১৭ রান করে আরশদীপ সিংযের বলে আউট হয়ে যায় কাইল মেয়ার্স অপরদিকে ব্রেন্ডন কিং করেন ১৮ রান।
পাওয়ার প্লে-র পরে ওয়েস্ট ইন্ডিজকে এক ওভারে জোড়া ধাক্কা দেন কুলদীপ যাদব। ছন্দে থাকা নিকোলাস পুরান ও ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েলকে আউট করেন তিনি। দু’জনেই ১ রান করেন।
একটা সময় ৫৭ রানে চার উইকেট হারিয়ে যাবে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজকে বড় রানের পৌঁছে দেয় শাহি হোপ ও শিমরন হেটমেয়ার। হোপ ৪৫ রান করে আউট হলেও হেটমেয়ার করেন ৩৯ বলে ৬১ রান। এই দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
Yashasvi Jaiswal scored his maiden T20I half-century & bagged the Player of the Match award as #TeamIndia sealed a clinical win over West Indies in the 4th T20I. 🙌 🙌
Scorecard ▶️ https://t.co/kOE4w9Utvs #WIvIND pic.twitter.com/xscQMjaLMb
— BCCI (@BCCI) August 12, 2023
বড় রানের টার্গেট চেজ করতে হলে শুরুটা ভালো করতে হতো ভারতকে। এটাই করলেন ভারতের দুই ওপেনার শুভমান গিল ও যশশ্বী জয়সওয়াল। শুরু থেকে প্রতি ওভারে ১০ রান করে করছিল ভারত। পাঁচ ওভারেই ৫০ রান করে ফেলে ভারত। ৪৭ বলে ৭৭ রান করে আউট হন শুভমন গিল। ৫১ বলে ৮৪ রানের ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন যশস্বী। নয় উইকেটে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো ভারত।