লুঙ্গির বলে কুপোকাত রোহিত-রাহুল, দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারল ভারত

আজ অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত (India) এবং সাউথ আফ্রিকা (South Africa)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit sharma)। ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় হয় ভারতের। পাওয়ার প্লে তে পরপর উইকেট হারিয়ে যাবে পড়ে যায় টিম ইন্ডিয়া।

ব্যাটিং করতে নেমে শুরুতেই এক ওভার মেডেন দেয় ভারত। দাঁড়িয়ে থেকে পরপর ছটা বল ডট করেন রাহুল ( K L Rahul)। এরপর ব্যাটিং করতে আছেন রোহিত। ছয় মেরে নিজের খাতা খুললেও মাত্র 15 রান করে আউট হয়ে যান রোহিত শর্মা (Rohit sharma)। সেই ওভারেই মাত্র 9 রান করে আউট হয়ে যায় রাহুল।

সেই সময় ম্যাচের পুরো চাপ পড়ে যায় বিরাট কোহলির কাঁধে। তবে এইদিন খুব বেশি রান করতে পারলেন না কোহলি, মাত্র 12 রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। অপরদিকে এই বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলা দীপক হুডা মাত্র শূন্য রানে আউট হয়ে যান। দক্ষিণ আফ্রিকার বোলার লুঙ্গি এনগিডির কাছে অসহায় আত্মসমর্পণ করেন ভারতীয় ব্যাটসম্যানরা। তবে সূর্য কুমার যাদবের 40 বলে 68 রানের ইনিংসে ভর করে নির্ধারিত 20 ওভার শেষে 133 রান করে ভারত।

জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই অর্শদ্বীপ সিংহের ভয়ংকর বোলিংয়ের সামনে কার্যত দাঁড়াতেই পারলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। শুরুতেই মাত্র এক রান করে আউট হয়ে যান দক্ষিণ আফ্রিকার ওপেনার ডি কক। এছাড়াও শূন্য রানে আউট হয়ে যান রুশো।

একটা সময় মাত্র 25 রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলের হাল ধরেন দক্ষিণ আফ্রিকার দুই সিনিয়র ক্রিকেটার মার্করম এবং ডেভিড মিলার। 41 বলে 52 রান করেন মার্করম অপরদিকে 46 বলে 49 রান করেন মিলার। এই দুজনের ব্যাটে ভর করে পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।