“ভারতের প্রয়োজন ধোনি কিংবা গাঙ্গুলির মতো অধিনায়ক”, রোহিতকে কটাক্ষ আফ্রিদির

এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচে পাকিস্তান কে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল ভারত (India)। গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনালে পৌঁছেছিল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের লজ্জা হার হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ভারত কে। ভারতের এই হার যত বেশি না দুঃখ দিচ্ছে তার থেকেও বেশি দুঃখ দিচ্ছে হারের ধরন।

সেমিফাইনালে ইংল্যান্ড এর কাছে দশ উইকেটে লজ্জার হার মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট সমর্থক থেকে শুরু করে ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও। আর তাই সেমিফাইনালে ভারতের এই হারের পর অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সহ গোটা দলকে চরম সমালোচনার শিকার হতে হয়েছিল। এবার সেই তালিকায় যোগ দিলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি (Sahid Afridi)।

শাহিদ আফ্রিদির মতে বিশ্বকাপের মতো বড় মঞ্চে রোহিত শর্মা যেভাবে অধিনায়কত্ব করছে সেটা একেবারেই কাম্য নয়। রোহিত শর্মার এই অধিনায়কত্ব একেবারেই পছন্দ হয়নি আফ্রিদির। আফ্রিদি মনে করেন এই ভারতীয় দলে সৌরভ গাঙ্গুলী কিংবা মহেন্দ্র সিং ধোনির মতো যোগ্য অধিনায়কের প্রয়োজন রয়েছে।

পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় আফ্রিদি বলেন, “বিশ্বকাপের মতো বড় মঞ্চে সব থেকে গুরুত্বপূর্ণ দলের অধিনায়কত্ব। যখন কোন দল জেতে তখন এই সমস্ত বিষয় গুলির ওপর নজর পড়ে না। কিন্তু যখনই সেই দল হেরে যায় তখনই সামনে চলে আসে অধিনায়কত্বের দুর্বলতা। ভারতের ক্ষেত্রেও এই একই অবস্থা হয়েছে। সেমিফাইনালে ভারত হেরে যাওয়ার পরেই সামনে চলে এসেছে রোহিত শর্মার দুর্বল অধিনায়কত্ব।”

এছাড়া আফ্রিদি বলেন, ” ভারতীয় দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তবে তাদেরকে সঠিক ভাবে ব্যবহার করতে হবে, যেটা একেবারেই পারছেন না রোহিত শর্মা। এই ভারতীয় দলকে বড় টুর্নামেন্ট জিততে হলে ধোনি কিংবা গাঙ্গুলির মত দক্ষ অধিনায়ক এর প্রয়োজন রয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এখনই এই বিষয় গুলি নিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন।”