টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup) প্রথম ম্যাচে পাকিস্তান কে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে রোহিত শর্মার (Rohit sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Indian cricket team)। রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তান কে চার উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। ভারতের জয়ের নায়ক সেই বিরাট কোহলি (Virat kohli)।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে এই পাকিস্তানের কাছে ১০ উইকেটের বিরাট ব্যবধানে হেরেছিল ভারত। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বদলে নিল ভারত। স্বাভাবিকভাবে এই ম্যাচ হারের বদলা নেওয়ার জন্য ছটফট করবে পাকিস্তান ক্রিকেট দল।
তবে গ্রুপ পর্বে আর কোনো ভাবেই ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। এমনকি গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তান দুটি দলই যদি সেমিফাইনালে ওঠে তবুও একই গ্রুপের থাকার কারণে সেমি ফাইনালেও এই দুটি দল কোন ভাবেও একে অপরের মুখোমুখি হতে পারবে না।
তাহলে কি আর ভারত পাকিস্তান ম্যাচ দেখার কোন সুযোগ নেই ক্রিকেট ভক্তদের কাছে? সুযোগ আছে ফের বিশ্বকাপে ভারত পাকিস্তান মুখোমুখি হবার। সেটা হল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
গ্রুপ বি থেকে যদি ভারত এবং পাকিস্তান দুই দল সেমিফাইনালে ওঠে এবং সেমিফাইনালে যদি দুটি দলই একে অপরের প্রতিপক্ষকে হারিয়ে দেয় সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ফের একবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত ও পাকিস্তানের।