ভারত-পাক ম্যাচের টিকিটের দাম ১৯ লাখ ৫১ হাজার, ভারত-অস্ট্রেলিয়া ৯ লাখ, মাথায় হাত সমর্থকদের

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। এবার ওয়ানডে বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তঙ্গে। বিশ্বকাপে সব থেকে বেশি টিকিটের চাহিদা রয়েছে ভারত ও পাকিস্তান এবং ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচের।

অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে ভারত ও পাকিস্তান ম্যাচের সমস্ত টিকিট। শেষ হয়ে গেছে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটও। তবে সেই টিকিটগুলি এবার বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে।

ভারত ও পাকিস্তান এবং ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটগুলি অনলাইনে ছাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গিয়েছে। জানা যাচ্ছে এবার সেই টিকিট গুলি অন্য একটি অ্যাপের মাধ্যমে বিপুল পরিমাণ দাম নিয়ে বিক্রি করা হচ্ছে।

অনলাইনে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সে টিকিটের দাম ছিল ৬০০০ টাকা। সেই বিক্রি হয়ে যাওয়া টিকিট নতুন করে একটি অ্যাপের মাধ্যমে বিক্রি হচ্ছে ১৯ লক্ষ ৫১ হাজার ৫৮০ টাকায়। অপরদিকে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট গুলি সেই অ্যাপে পুনরায় বিক্রি হচ্ছে ৯ লক্ষ ৩১ হাজার ২৯৫ টাকায়।

ভায়াগোগো নামে একটি অনলাইন প্লাটফর্ম থেকে এই সমস্ত টিকিটগুলি বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে পুনরায় বিক্রি করা হচ্ছে। যা সাধারন মানুষের ধরাছোঁয়ার বাইরে। ইতিমধ্যে এই নিয়ে অনেকে অভিযোগ জানাতে শুরু করেছে। তাদের দাবি অনলাইনে বেশি সংখ্যক টিকিট কিনে সেগুলি অনেক বেশি টাকার বিনিময়ে বিক্রি করছে এই সংস্থা।