ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম মাত্র ১২৮ টাকা, তবুও ফাঁকা স্টেডিয়াম

ক্রিকেট বিশ্বের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ হল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ভারত পাকিস্তান ম্যাচ বিশ্বের যে প্রান্তেই হোক না কেন সেই ম্যাচ দেখতে মাঠের মধ্যে হাজির হয় লক্ষ লক্ষ সমর্থক।

India vs Pakistan Asia Cup

স্টেডিয়ামে বসে ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য দর্শকদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। নিলামে ওঠে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট। বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিটের দাম 19 লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে। এর থেকে বোঝা যায় ভারত পাকিস্তান ম্যাচের জনপ্রিয়তা কতটা।

তবে আসন্ন এশিয়া কাপে সম্পূর্ণ উল্টো ছবি দেখা গেল। যেখানে ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য দর্শকদের মধ্যে হুড়হুড়ি লেগে যায়, সেখানে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে স্টেডিয়ামের বেশিরভাগ আসনই ফাঁকা রয়ে গেল।

শ্রীলঙ্কার ক্যান্ডিতে এশিয়া কাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। তবে সেই ম্যাচে স্টেডিয়ামে সেভাবে দর্শক দেখা যায়নি। রবিবার ছুটির দিন কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোর এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। তবে এখানেও সেই একই দৃশ্য দেখা গেল। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের আপার টায়ার এবং লোয়ার টায়ারের বেশির ভাগ আসন ফাঁকাই ছিল। সব মিলিয়ে দশ হাজার দর্শকও ছিল বলে মনে হয় না।

India vs Pakistan Galary

এই বিষয়ে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “ভারত বনাম পাকিস্তান ম্যাচ যেখানেই অনুষ্ঠিত হয় সেখানে হাজার হাজার দর্শক উপস্থিত হয়। তবে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে দর্শক না হওয়ায় আমরা খুবই হতাশ।”
তিনি আরও বলেন, “সদ্য দেশ আর্থিক মন্দার মধ্য দিয়ে গেছে তাই এই মুহূর্তে মানুষের হাতে খুব বেশি অর্থ নেই। তাই তারা ম্যাচ দেখে অর্থ খরচ করতে চাইছে না। অপরদিকে এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকায় টিকিট কেটে অর্থ নষ্ট করতে চাইনি অনেকে।”
উল্লেখ্য, ভারত বনাম পাকিস্তান ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম শ্রীলংকান রুপি 500 টাকা যা ভারতীয় মুদ্রায় 128 টাকার আশেপাশে।”