আজ থেকে শুরু হয়েছে ভারত (India) এবং বাংলাদেশের (Bangladesh) মধ্যে টেস্ট সিরিজ। আজ সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল দুই দেশ। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে ভারত (India)।
Pujara departs after an excellent knock of 90 off 203 deliveries.#TeamIndia 261/5
Live – https://t.co/CVZ44NpS5m #BANvIND pic.twitter.com/JefAxT3a2R
— BCCI (@BCCI) December 14, 2022
অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) চোটের কারণে ছিটকে যাওয়ায় এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল (K L Rahul)। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করলেও ৪১ এবং ৪৫ রানে পরপর দুই ওপেনার কে হারায় ভারত (India)।
রোহিত শর্মার পরিবর্তে ব্যাটিং করতে নেমে তাইজুল ইসলামের বলে ইয়াসির আলির হাতে ক্যাচ দিয়ে মাত্র ২০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন শুভমান গিল। অধিনায়ক কে এল রাহুল করলেন ২২ রান।
এইদিন ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হলেন বিরাট কোহলি। মাত্র ১ রান করে আউট হয়ে যান তিনি। একটা সময় ৪৮ রানে তিন উইকেট হারিয়ে চাপের পড়ে যায় ভারত। সেই সময় ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্থ। ৪৫ বলেছে ৪৬ রান করে ঋষভ পন্থ আউট হয়ে যাওয়ার পর শ্রেয়াস আইআর কে নিয়ে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান পূজারা।
Stumps on Day 1⃣ of the first #BANvIND Test!@ShreyasIyer15 remains unbeaten on 8⃣2⃣* as #TeamIndia reach 278/6 at the end of day's play 👌
Scorecard ▶️ https://t.co/CVZ44N7IRe pic.twitter.com/muGIlGUbNE
— BCCI (@BCCI) December 14, 2022
২০৩ বলে ৯০ রান করে আউট হয়ে যান চেতেশ্বর পুজারা। তারপর ক্রিজে আছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ২৬ বলে ১৪ রান করে আউট হয়ে যান অক্ষর প্যাটেল। অপরদিকে ৮৬ রানে অপরাজিত রয়েছেন শ্রেয়াস আইআর। প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ২৭৮ রান।