এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) টুর্নামেন্টের শুরুটা ভালো করলেও সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের লজ্জার হার হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে (India Team)। এই হারের পর ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি তীব্র সমালোচনা হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের (India Cricket Team) কোচিং স্টপদেরও।
বিশ্বকাপের এই হার ভালোভাবে মেনে নেয়নি বিসিসিআই (BCCI)। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারের পর ভারতীয় কোচিং স্টাফ এর পুরো দলটিকে ছেঁটে ফেলেছে বিসিসিআই (BCCI)। নতুন করে ভারতীয় দলের জন্য কোচ নিয়োগ করার বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বিসিসিআই এর তরফে।
এরই মধ্যে ভারতীয় ক্রিকেট মহলে বেশ কিছু নাম ভারতীয় কোচিং এর জন্য উঠতে শুরু করেছে। বেশ কিছু নাম নিয়ে তীব্র জল্পনা চলছে ভারতের পরবর্তী কোচ হওয়ার জন্য। এরই মধ্যে ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং বেছে নিলেন ভারতের যোগ্য কোচ।
হরভজন সিং এর মতে টি-টোয়েন্টি ফরমেটে ভারতীয় দলের হেড কোচ করা হোক ভারতের প্রাক্তন জোরে বোলার আশিস নেহেরা কে। এইদিন হরভজন সিং বলেন, “এই মুহূর্তে ভারতীয় টি-টোয়েন্টি ফরমেটে এমন একজন কোচের প্রয়োজন রয়েছে যিনি দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন এবং সদ্য ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। এর জন্য আসিস নেহেরার থেকে ভালো বিকল্প আর কেউ হতে পারে না।”
এছাড়াও হরভজন সিং বলেন, “রাহুল দ্রাবিড়ের জন্য আমার যথেষ্ট সম্মান রয়েছে। আমরা একসাথে বহু ক্রিকেট খেলেছি। তবে আমি মনে করি এখন থেকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে তৈরি করা উচিত। আর সেজন্যই যত দ্রুত সম্ভব আসিস নেহেরা কে ভারতের কোচ হিসাবে নিয়োগ করা দরকার। রাহুল দ্রাবিড় এবং নেহেরা একসাথে কাজ করে ভারতীয় দলকে তৈরি করুক।”