এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পুরো টুর্নামেন্ট ভালো পারফরমেন্স করলেও সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ভারতকে (India)। এবারও বিশ্বকাপের কাছাকাছি গিয়েও বিশ্বকাপ অধরা রয়ে গেল রোহিত শৰ্মাদের। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড এর কাছে ১০ উইকেটের বিরাট ব্যবধানে হেরেছে ভারত (India)।
ভারতের এই হার মেনে নিতে পারছেন না কেউই। বিশেষ করে ভারতের এই হারের ধরন মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা। ভারতীয় দলের সমালোচনা করেছেন বেশ কয়েকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। অনেকেই এই ভারতীয় দলের অধিনায়ক এবং কোচ পরিবর্তন করার পরামর্শও দিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)।
হরভজন সিং এর মতে ভারতীয় টি-টোয়েন্টি দলের যদি উন্নতি করতে হয় তাহলে অবিলম্বে দায়িত্বে থাকা কোচ এবং অধিনায়ককে সরিয়ে নতুন কোচ এবং অধিনায়ক আনা উচিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর।
এইদিন সাক্ষাৎকারে হরভজন সিং বলেছেন, “এই মুহূর্তে ভারতীয় টি-টোয়েন্টি দলে এমন একজন কোচ আনতে হবে যিনি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং যার টি-টোয়েন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে যিনি হলেন আশীষ নেহেরা। এছাড়াও অধিনায়ক হিসেবে আই পি এল জয়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব দেওয়া উচিৎ ভারতের।”
এইদিন হরভজন সিং বলেন, ” রাহুল দ্রাবিড় আর আমি একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। ও একজন দুর্দান্ত বুদ্ধিমান ক্রিকেটার। ওর ক্রিকেটীয় মস্তিষ্ক অসাধারণ। ওর প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু বর্তমানে ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরমেটে এমন একজন কোচ দরকার যিনি সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং যার টি-টোয়েন্টি ক্রিকেট সম্বন্ধে সঠিক ধারণা রয়েছে। এক্ষেত্রে আশীষ নেহেরাই ভারতের জন্য সবথেকে ভালো বিকল্প হতে পারে।”